সাক্ষাৎকার
বড় ভাই ঢাকা লিগে, শাহিন বিপিএলে

পাকিস্তানের পেসার শাহিন শাহ আফ্রিদির মন্ত্রমুগ্ধ শ্রোতা ইমনরা।
সেকান্দার আলী
প্রকাশ: ০৮ জানুয়ারি ২০২৫ | ১২:৪৩
একাদশ বিপিএলে সবচেয়ে বড় তারকা ফরচুন বরিশালের পাকিস্তানি পেসার শাহিন শাহ আফ্রিদি। তাঁকে ঘিরে দর্শকের যেমন আগ্রহ, তেমনি মিডিয়ারও। যদিও বিপিএলে তিন ম্যাচ খেলে মাত্র ২ উইকেট শিকার তাঁর। উইকেট বেশি না পেলেও লাইন-লেন্থ ঠিক রেখে রান চেক দেওয়ার চেষ্টা করেছেন। পাঁচ ম্যাচের জন্য চুক্তি করা শাহিন সিলেট পর্বেই শেষ করবেন বিপিএল। পাকিস্তানি বাঁহাতি ফাস্ট বোলার শাহিন শাহ আফ্রিদির বাংলাদেশে খেলার অভিজ্ঞতা, ক্রিকেট ও নিজের আপন বড় ভাইয়ের ঢাকা লিগে খেলার গল্প শুনিয়েছেন সেকান্দার আলী।
প্রশ্ন: সিলেট কেমন লাগছে?
শাহিন: হুম, সুন্দর। ঢাকার মতো ভিড় নেই। গাছপালা থাকায় বাতাস হালকা। স্টেডিয়ামও খুব সুন্দর।
প্রশ্ন: বাংলাদেশের মানুষ যে আপনাকে খুব পছন্দ করে বুঝতে পারছেন? আপনার শ্বশুর কি কখনও বলেছেন, তিনি এখানে কতটা জনপ্রিয়?
শাহিন: হ্যাঁ, বলেছেন তো। বাংলাদেশের মানুষ তাঁর খেলা খুব পছন্দ করে। তিনিও বাংলাদেশে আসতে ভালোবাসেন। আমরা তাঁর খেলা দেখে বড় হয়েছি। তিনি খুব ভালো মনের একজন মানুষ।
প্রশ্ন: এখন তো আপনারা একই পরিবারের। দু’জনেরই বাংলাদেশে খেলার অভিজ্ঞতা আছে...
শাহিন: আমার এক ভাইও খেলেছে বাংলাদেশে। ঢাকা লিগের কোনো একটি দলে। তাঁর নাম আকাশ আফ্রিদি। আমরা সাত ভাই, তিনজন ক্রিকেট খেলোয়াড়। সবচেয়ে বড় রিয়াজ আফ্রিদি; একটি টেস্ট ম্যাচ খেলেছেন। আকাশ ভাই বেশি খেলেননি। তবে ভাই ঢাকা লিগে খেলেছেন, আমি বিপিএলে খেলছি। আমরা ক্রীড়া পরিবার বলতে পারেন। আমার কাজিন ফুটবল খেলে।
প্রশ্ন: মিরপুরের পর সিলেটে খেলেছেন। এই ভেন্যুর উইকেট কেমন?
শাহিন: মিরপুর থেকে এই উইকেটের পার্থক্য আছে। আমার মনে হয়, এখানে কম বাউন্স এবং কম সুইং ছিল। আমরা স্টাম্পে বল রাখতে চেষ্টা করেছি। গতকাল জ্বর থাকায় বোলিং, ফিল্ডিং করা হয়নি। মাঠে বসেছিলাম। সবকিছু দেখে ভাবছিলাম, আমাকে কী করা উচিত। এর থেকে বেশি কিছু না।
প্রশ্ন: প্রথম দুই ম্যাচে উইকেট না পাওয়ায় সিলেটে কি একটু চাপ মনে হচ্ছিল?
শাহিন: আমার কোনো চাপ ছিল না। অতীতে কী হয়েছে বা ভবিষ্যতে কী হবে, তা নিয়ে ভাবি না। বর্তমানে থাকার চেষ্টা করি। উইকেট পেলাম কি পেলাম না, তা নিয়ে কিছু যায় আসে না। আমাকে একই ভাবে যেতে হয়। উইকেট আপনার হাতে নেই। বিশেষ করে টি২০ ম্যাচে। মাঠ খুব ছোট থাকে, প্রসেস অনুসরণ করতে হয়। আমি তাই করেছি।
প্রশ্ন: স্লগে বল করা কঠিন ছিল?
শাহিন: বল ভেজা ও ভারী ছিল। স্পেস দিয়ে বোলিং করার চেষ্টা করেছি। উইকেটে বল হিট করা সহজ ছিল না। অনেক শিশির ছিল। সঠিক জায়গায় বল হিট করার চেষ্টা করেছি। ছেলেরা শেষ চার ওভারে সত্যিই ভালো বোলিং করেছে। তারা তাদের সেরাটা দেওয়ার চেষ্টা করেছে।
প্রশ্ন: খেলার বাইরে কেমন কাটছে?
শাহিন: আমি খুবই উপভোগ করছি। বাংলাদেশের মানুষ ক্রিকেট পছন্দ করে। মাঠ দর্শকে ঠাসা থাকে এবং সাপোর্ট করে। আমার ভালো সময় কাটছে।
প্রশ্ন: বাংলাদেশের ফাস্ট বোলিং ইউনিট আপনার দৃষ্টিতে কেমন?
শাহিন: আমি মনে করি, দারুণ একটি ফাস্ট বোলিং ইউনিট আছে তাদের। নাহিদ রানা; সে খুব ভালো পিক করে। একই ছন্দে বোলিং করতে পারে সে। লাল বলের ক্রিকেটে নিয়মিত খেললে ভালো করবে। তাসকিন বাংলাদেশের লিডিং বোলার। তানজিম হাসান সাকিব ও হাসান মাহমুদ ভালো বোলার। ইবাদত হোসেন চোটে ছিল। এখন সে রিকভার করছে। খুব ভালো বোলিং আক্রমণ বাংলাদেশের।
প্রশ্ন: বিপিএলে কোন পেসারের বোলিং ভালো লেগেছে?
শাহিন: তানজিম খুব ভালো বোলিং করে। সে স্কিড করায়। এ ধরনের বোলার খুব কার্যকর। সে চর্চা করলে খুব ভালো করবে। কারণ বাংলাদেশের পেস ইউনিটে প্রতিদ্বন্দ্বিতা আছে।
- বিষয় :
- বিপিএল
- শাহিন শাহ আফ্রিদি
- ফরচুন বরিশাল