ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

সাতে বাংলাদেশ, নয়ে পাকিস্তান

সাতে বাংলাদেশ, নয়ে পাকিস্তান

লিটনদের সঙ্গে মেহেদী মিরাজের উদযাপন। ছবি: ক্রিকইনফো

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২৫ | ১৬:১৭ | আপডেট: ২৮ জানুয়ারি ২০২৫ | ১৬:২৮

২০২৩-২৫ চক্রের টেস্ট চ্যাম্পিয়নশিপ এখনও শেষ হয়নি। এরই মধ্যে সুখবর পেয়েছে বাংলাদেশ দল। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে এই প্রথম সপ্তম স্থান দখল করেছেন শান্ত-মিরাজরা।

গতকাল পাকিস্তান-উইন্ডিজ টেস্ট সিরিজ শেষ হয়েছে। দুই ম্যাচের শেষটিতে হেরেছে পাকিস্তান। সিরিজ ১-১ ড্র হওয়ায় পয়েন্ট টেবিলে ফায়দা হয়েছে বাংলাদেশের।

উইন্ডিজ অষ্টম ও পাকিস্তান নবম স্থানে থেকে চলতি টেস্ট চ্যাম্পিয়নশিপ শেষ করেছে। বাংলাদেশের সাতে মৌসুম শেষ করার বিষয়টি চূড়ান্ত হয়েছে। আগের দুই চক্রে ৯ দলের মধ্যে নবম হয়ে চ্যাম্পিয়নশিপ শেষ করেছিল বাংলাদেশ।

এবারের টেস্ট চক্রে বাংলাদেশ ঐতিহাসিক কিছু জয় পেয়েছে। পাকিস্তানের বিপক্ষে প্রথমবার টেস্ট জিতেছে। সেটাও পাকিস্তানের মাটিতে। এরপর পাকিস্তানকে হোয়াইটওয়াশও করেছে। ২৫ বছর পর টেস্ট জিতেছে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে। এছাড়া ঘরের মাঠে নিউজিল্যান্ডকে টেস্ট হারিয়েছে নাজমুল হোসেন শান্তর দল।

আরও পড়ুন

×