ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

বরিশালের বেঞ্চও অন্যদের চেয়ে শক্তিশালী, দাবি তাইজুলের

বরিশালের বেঞ্চও অন্যদের চেয়ে শক্তিশালী, দাবি তাইজুলের

তাইজুল ইসলাম ও ডেভিড মালান। ছবি: ফরচুন বরিশাল

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২৫ | ১৯:২২

চলতি বিপিএলে দেশি-বিদেশি ক্রিকেটার নিয়ে দারুণ এক দল গড়েছে ফরচুন বরিশাল। দেশিদের মধ্যে তামিম ইকবালের দলে খেলছেন মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ। আছেন নাজমুল শান্ত ও তাওহীদ হৃদয়। স্পিন আক্রমণে তানভীর ইসলাম, রিশাদ হোসেনের সঙ্গে তাইজুল ইসলাম ও নাঈম হাসান আছেন বরিশালের দলে। 

যে কারণে অভিজ্ঞ স্পিনার তাইজুল ইসলাম ম্যাচ খেলার সুযোগ পাচ্ছেন না। চলতি বিপিএলে মাত্র এক ম্যাচ খেলেছেন তিনি। নাঈম হাসানকে বসে  থাকতে হচ্ছে বেঞ্চে। এমনকি তিন ফরম্যাটে জাতীয় দলের অধিনায়ক নাজমুল শান্তও বাদ পড়েছেন বরিশালের একাদশ থেকে। 

বিষয়টি নিয়ে বরিশালের স্পিনার তাইজুল ইসলাম সংবাদ সম্মেলনে দাবি করেছেন, তাদের বেঞ্চের শক্তি অন্যদের মূল দলের চেয়েও শক্তিশালী। বরিশাল শনিবার চট্টগ্রাম কিংসের বিপক্ষে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচ খেলতে নামবে। ১১ ম্যাচের ৯টিতে জিতে কোয়ালিফায়ার নিশ্চিত করেছে তারা। 

একাদশে সুযোগ না পাওয়ার বিষয়ে তাইজুল বলেন, ‘আমাদের দলটা তো দেখতে হবে। অন্য দলগুলি দেখেন, আমাদেরটা দেখেন। আমাদের দলের বেঞ্চে কারা কারা বসে আছে। আমার কাছে মনে হয়, তাদেরকে দিয়ে অন্য দলের চেয়ে হয়তো ভালো দল করা যাবে।’ 

তাইজুল তার না খেলার বিষয়টাকে স্বাভাবিকভাবেই নিচ্ছেন। তার মতে, রিশাদ ও তানভীর খারাপ করলে তার সুযোগ আসত, ‘আমি ম্যাচ খেলিনি। না খেলাই স্বাভাবিক। রিশাদ ও তানভির এখন টি-২০ সংস্করণে বাংলাদেশ দলের প্রতিনিধিত্ব করছে। এখানে আমি অনেক ম্যাচ খেলব, এই প্রশ্নই আসে না। দল ভালো খেলছে, এটাই গুরুত্বপূর্ণ।’

আরও পড়ুন

×