রেফারিকে গালি দিয়ে দুই ম্যাচ নিষিদ্ধ বেলিংহাম

লাল কার্ড দেখানোর পর বিস্মিত হন বেলিংহাম। ছবি: ফাইল
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৫ | ১৯:৫০
রিয়াল মাদ্রিদের ইংলিশ মিডফিল্ডার জুড বেলিংহাম লা লিগার দুই ম্যাচে নিষিদ্ধ হয়েছেন। রয়েল স্প্যানিশ ফুটবল ফেডারেশন (আরএফইএফ) বুধবার এই সিদ্ধান্ত জানিয়েছে।
বেলিংহাম রিয়াল মাদ্রিদের আগামী দুই লিগ ম্যাচে খেলতে পারবেন না। রিয়াল লিগে পরবর্তী ম্যাচ খেলবে ২৩ ফেব্রুয়ারি জিরোনা ও ২ মার্চ রিয়াল বেটিসের বিপক্ষে।
বেলিংহাম ওশাসুনার বিপক্ষে ৩৭ মিনিটে সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। কোচ লিখিত অভিযোগে উল্লেখ করেছেন, বেলিংহাম তাকে গালি দিয়েছেন। যদিও রিয়াল মাদ্রিদ ভিডিও প্রকাশ করে দাবি করেছিল, গালি দেননি এই মিডফিল্ডার।
আরএফইএফ জানিয়েছে, রেফারি মুনোয়েরা মুন্তেরোর প্রতি বাজে দৃষ্টিভঙ্গি প্রদর্শন করায় তাকে নিষিদ্ধ করা হয়েছে, ‘ঘটনার নানা পরিস্থিতি বিশ্লেষণ করে পরিষ্কার হওয়া গেছে যে, বেলিংহাম রেফারির প্রতি বাজে দৃষ্টিভঙ্গি প্রদর্শন করেছেন। যে কারণে তাকে নূন্যতম সাজা হিসেবে ২ ম্যাচ নিষিদ্ধ করা হয়েছে।’
- বিষয় :
- রিয়াল মাদ্রিদ
- লা লিগা
- জুড বেলিংহাম