ঢাকা মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫

শিরোপা নিয়ে বলতে গেলে কেঁদে ফেলবো: ক্লপ

শিরোপা নিয়ে বলতে গেলে কেঁদে ফেলবো: ক্লপ

ছবি: দ্য গার্ডিয়ান

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৬ জুন ২০২০ | ০১:১৮ | আপডেট: ২৬ জুন ২০২০ | ০১:৩৩

বাংলাদেশ সময় গভীর রাতে হওয়া ম্যাচে চেলসির বিপক্ষে ম্যানচেস্টার সিটি হেরেছে। তাতেই লিভারপুলের ৩০ বছরের অপেক্ষার অবসান হয়েছে। শিরোপা উৎসবে মেতে উঠেছেন অলরেডসরা। বুধবার ক্রিস্টাল প্যালেসকে ৪-০ গোলে গুঁড়িয়ে দিয়ে সে কাজটাই যেন এগিয়ে রেখেছেন সালাহ-মানেরা।

অবশ্য সিটি জিতলেও কোনো সমস্যা ছিল না। তখন হাতে থাকা সাত ম্যাচ থেকে মাত্র ২ পয়েন্ট দরকার ছিল লিভারপুলের। এজন্যই তো মোহামেদ সালাহ দৃঢ়তার সঙ্গে বলে রেখেছিলেন, 'শিরোপা জেতার সময় এখন আমাদের!' সেটা সত্যি হয়েছে। তাকিয়ে থাকা ম্যাচে ম্যানসিটি পয়েন্ট খুইয়েছে।

জয়ের পর লিভারপুল কোচ ভক্তদের উৎসর্গ করেছেন শিরোপা, 'এটা তোমাদের জন্য।' শিরোপা জয়ের অনুভূতি নিয়ে তিনি লিভারপুলের ওয়েবসাইটে বলেন, 'বলতে পারবো না। এ নিয়ে কথা বলতে গেলে আমি আবার কেঁদে ফেলবো। অনুভূতি কী সেটা ঠিক বুঝিয়ে বলতে পারবো না। এটা সম্মান, গৌরব এবং ভালোবাসার মিশেল।'

লিভারপুলের ৩০ বছরের অপেক্ষার পর পাওয়া শিরোপার সঙ্গে মোটা কালিতে লেখা থাকবে জর্দান হ্যান্ডারসনের নাম। দলকে নেতৃত্ব দিয়েছেন তিনি। তার কাছেও এই শিরোপাকে বর্ণনা করা কঠিন, 'অসাধারণ। কেমন অসাধারণ তার ব্যাখা করা কঠিন। শেষ বাঁশি যখন বাজলো, কেমন একটা যেন হয়ে উঠলো। তবে আমরা খুব রিলাক্স ছিলাম। ম্যাচটা উপভোগ করছিলাম।'

আরও পড়ুন

×