ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

মাহমুদউল্লাহর অবসর: বিসিবির কৃতজ্ঞতা, আইসিসির ভালোবাসা

মাহমুদউল্লাহর অবসর: বিসিবির কৃতজ্ঞতা, আইসিসির ভালোবাসা

ছবি- সংগৃহীত

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৩ মার্চ ২০২৫ | ১৬:২৮

আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিয়েছেন বাংলাদেশের অভিজ্ঞ অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদ। দীর্ঘ ক্যারিয়ারে জাতীয় দলের জন্য অবদান রেখে বুধবার আনুষ্ঠানিকভাবে অবসরের ঘোষণা দেন তিনি। তার এই সিদ্ধান্তে কৃতজ্ঞতা জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এবং আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

মাহমুদউল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বিসিবি সভাপতি ফারুক আহমেদ বলেন, ‘বাংলাদেশ ক্রিকেটের জন্য এটি একটি আবেগময় মুহূর্ত। প্রায় দুই দশক ধরে তিনি দলের অবিচ্ছেদ্য অংশ ছিলেন। চাপের মুহূর্তে তার পারফরম্যান্স ছিল অনন্য। তার নিষ্ঠা ও অর্জন আগামী প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।’

অন্যদিকে, মাহমুদউল্লাহর প্রতি সম্মান জানাতে একটি বিশেষ ভিডিও প্রকাশ করেছে আইসিসি। ফেসবুকে পোস্ট করা ভিডিওতে ২০১৫ ওয়ানডে বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরির পর শূন্যে লাফিয়ে উদযাপন এবং গ্যালারির দিকে উড়ন্ত চুমু ছোড়ার দৃশ্য তুলে ধরা হয়েছে। ভিডিওর ক্যাপশনে লেখা হয়েছে, ‘বাংলাদেশের হয়ে ওয়ানডে খেলা মাহমুদউল্লাহর কাছে ছিল বিশেষ কিছু।’

উল্লেখ্য, ২০১৫ বিশ্বকাপে মাহমুদউল্লাহর সেঞ্চুরি ছিল তার প্রথম ওয়ানডে সেঞ্চুরি এবং বিশ্বকাপে বাংলাদেশের পক্ষে প্রথম শতক। ওই টুর্নামেন্টেই নিউজিল্যান্ডের বিপক্ষেও সেঞ্চুরি করে টানা দুই ম্যাচে শতকের বিরল কীর্তি গড়েন তিনি। পরে ২০১৭ চ্যাম্পিয়ন্স ট্রফি ও ২০২৩ বিশ্বকাপেও আরও একটি সেঞ্চুরি করেন তিনি।

আরও পড়ুন

×