ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

উনিশের আগেই না ফেরার দেশে চীনের ফুটবলার

উনিশের আগেই না ফেরার দেশে চীনের ফুটবলার

ছবি- সংগৃহীত

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২০ মার্চ ২০২৫ | ১৭:৩৭

মাত্র ১৯ বছরে পা দেওয়ার আগেই জীবনযুদ্ধে হেরে গেলেন চীনা ফুটবলার গুয়ো জিয়াশুয়ান। জন্মদিনের ঠিক একদিন আগে, মঙ্গলবার (১৯ মার্চ) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই তরুণ প্রতিভাবান ফুটবলার। সাবেক দুই ক্লাব বেইজিং গুয়োয়ান ও জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখ তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে।

চায়নিজ সুপার লিগের ক্লাব বেইজিং গুয়োয়ানের হয়ে খেলতেন জিয়াশুয়ান। ২০২৩ সালে ক্লাবটিতে যোগ দেওয়ার পাশাপাশি তিনি চীনের অনূর্ধ্ব–১৭ দলে খেলেছেন এবং একই বছর বায়ার্ন মিউনিখের ওয়ার্ল্ড স্কোয়াডের সদস্য ছিলেন।

চলতি বছরের ৬ ফেব্রুয়ারি, স্পেনের মাদ্রিদে বেইজিং অনূর্ধ্ব–২০ দল ও রায়ো সিউদাদ আলকোবেন্দাসের মধ্যকার একটি প্রস্তুতি ম্যাচে গুরুতরভাবে মাথায় আঘাত পান জিয়াশুয়ান। তৎক্ষণাৎ কোমায় চলে যান তিনি। এরপর তাকে চীনে ফিরিয়ে এনে বেইজিংয়ের তিয়ানতান হাসপাতালে ভর্তি করা হয়। দীর্ঘ লড়াইয়ের পর সেখানেই তার মৃত্যু হয়।

বেইজিং গুয়োয়ান এক বিবৃতিতে জানিয়েছে, ক্লাব এই শোকাবহ সময় জিয়াশুয়ানের পরিবারের পাশে থাকবে এবং প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা করবে।

সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করে ক্লাবটি লিখেছে, ‘আমরা হারিয়েছি আমাদের এমন এক তরুণ প্রতিভাকে, যে ফুটবলের প্রতি অসম্ভব ভালোবাসা রাখত। আমরা তার আত্মার শান্তি কামনা করি।’

আরও পড়ুন

×