রিয়ালে নিজের ভবিষ্যৎ নিয়ে যা বললেন ব্রাজিলিয়ান তারকা

ছবি- সংগৃহীত
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০২ এপ্রিল ২০২৫ | ১৮:০০
কোপা দেল রের শ্বাসরুদ্ধকর সেমিফাইনালে রিয়াল সোসিয়েদাদকে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করেছে রিয়াল মাদ্রিদ। দুই লেগ মিলিয়ে ৫-৪ গোলের উত্তেজনাপূর্ণ জয়ে শিরোপার আরও কাছাকাছি পৌঁছেছে লস ব্লাঙ্কোসরা। তবে ম্যাচ শেষে আলোচনার কেন্দ্রবিন্দুতে ব্রাজিলিয়ান তরুণ তারকা এনড্রিক, যিনি নিজের ভবিষ্যৎ নিয়ে স্পষ্ট বার্তা দিয়েছেন।
সান্তিয়াগো বার্নাব্যুতে অনুষ্ঠিত ফিরতি লেগে নির্ধারিত ৯০ মিনিট শেষে ম্যাচের ফলাফল ছিল ৪-৪। অতিরিক্ত সময়ে ম্যাচের ভাগ্য নির্ধারণ করেন আন্তোনিও রুডিগার। ১১৫ মিনিটে দুর্দান্ত এক হেডারে দলকে ফাইনালে পৌঁছে দেন তিনি। তবে ম্যাচে অন্যতম আলোচিত মুহূর্ত ছিল এনড্রিকের গোল। ৩০ মিনিটে দুর্দান্ত এক শটে সমতায় ফেরান এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। এই গোলেই ২০১৩ সালের পর থেকে টুর্নামেন্টটির এক আসরে পাঁচ গোল করা প্রথম খেলোয়াড় হলেন এনড্রিক। এটি শেষবার করেছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো।
ম্যাচ শেষে নিজের ভবিষ্যৎ নিয়ে মুখ খুলেছেন এনড্রিক। যেকোনো ধোঁয়াশা দূর করে তিনি জানিয়ে দিয়েছেন, দীর্ঘদিন রিয়াল মাদ্রিদেই থাকতে চান। তিনি বলেন, ‘আমি রিয়াল মাদ্রিদকে ভালোবাসি! এখানে থাকতে ভালো লাগে, এই ক্লাব আমার স্বপ্ন। আমি এখানে শিখতে, উন্নতি করতে এবং সেরা পারফরম্যান্স দিতে এসেছি। প্রতিটি মুহূর্ত উপভোগ করতে চাই এবং সারাজীবন এখানে থাকতে চাই।’
রিয়ালের মতো বিশ্বসেরা ক্লাবে খেলার চ্যালেঞ্জের বিষয়েও সচেতন এনড্রিক। দলে ভিনিসিয়ুস জুনিয়র, কিলিয়ান এমবাপ্পে, রদ্রিগো এবং জুড বেলিংহামের মতো তারকারা থাকায় প্রতিযোগিতা বেশ কঠিন হবে বলেই মনে করছেন তিনি।
এনড্রিক বলেন, ‘আমাকে প্রতিটি সুযোগ কাজে লাগাতে হবে। এখানে খেলা কঠিন, কারণ বিশ্বের সেরা খেলোয়াড়রা এখানে আছে। তবে সুযোগ পেলে গোল করেই নিজের মূল্য প্রমাণ করতে হবে। আজকের ম্যাচে নিজের ষষ্ঠ গোল করতে পেরে এবং দলকে সাহায্য করতে পেরে আমি আনন্দিত।’
এনড্রিক আরও যোগ করেন, ‘ভিনিসিয়ুস, এমবাপ্পে, রদ্রিগো, বেলিংহাম—চারজনই বিশ্বসেরা খেলোয়াড়। আমি তো কিছুই না। আমি এখানে কঠোর পরিশ্রম করতে এসেছি। কে শুরু করবে, সেটা গুরুত্বপূর্ণ নয়, দল জিতলেই আমি খুশি।’
কোপা দেল রের ফাইনালে উঠায় রিয়াল মাদ্রিদের এখন নজর লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগের লড়াইয়ে। আগামী ৫ এপ্রিল লা লিগায় ভ্যালেন্সিয়ার মুখোমুখি হবে কার্লো আনচেলত্তির দল। এরপর চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে প্রতিপক্ষ আর্সেনাল। কঠিন প্রতিযোগিতার মাঝে ফর্ম ধরে রাখতে মরিয়া থাকবে রিয়াল মাদ্রিদ।
- বিষয় :
- এনড্রিক
- রিয়াল মাদ্রিদ