ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

ফিফা র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের উন্নতি, শীর্ষেই আর্জেন্টিনা 

ফিফা র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের উন্নতি, শীর্ষেই আর্জেন্টিনা 

ছবি- বাফুফে

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৩ এপ্রিল ২০২৫ | ১৫:২৯

ফিফা র‍্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে বাংলাদেশের। এশিয়ান কাপ বাছাইয়ের তৃতীয় রাউন্ডে ভারতের বিপক্ষে গোলশূন্য ড্রয়ের পরও দুই ধাপ এগিয়েছে হ্যাভিয়ের কাবরেরার দল। ৯০৪.১৬ পয়েন্ট নিয়ে বাংলাদেশ ১৮৫তম স্থান থেকে উঠে এসেছে ১৮৩ নম্বরে।  

র‍্যাঙ্কিংয়ের শীর্ষস্থান ধরে রেখেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। বিশ্বকাপ বাছাইপর্বে উরুগুয়ে ও ব্রাজিলের বিপক্ষে টানা জয় তুলে নেওয়ায় তাদের পয়েন্ট বেড়ে হয়েছে ১৮৮৬.১৬। অন্যদিকে, ব্রাজিল এই উইন্ডোতে এক জয় ও এক হারের ফলে ১৭৭৬.০৩ পয়েন্ট নিয়েও আগের মতোই পাঁচ নম্বরে রয়েছে।  

এই র‍্যাঙ্কিং আপডেটে স্পেন উঠে এসেছে দুই নম্বরে। মার্চের ম্যাচে এক জয় ও এক ড্রয়ে তাদের পয়েন্ট দাঁড়িয়েছে ১৮৫৪.৬৪, যা ফ্রান্সকে টপকে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। ক্রোয়েশিয়ার বিপক্ষে এক জয় ও এক হারে ১৮৫৪.৭১ পয়েন্ট নিয়ে ফ্রান্স নেমে গেছে তিন নম্বরে। ইংল্যান্ড ১৮১৯.২ পয়েন্ট নিয়ে আগের মতোই চার নম্বরে রয়েছে।  

নেদারল্যান্ডস ১৭৫২.৪৪ পয়েন্ট নিয়ে উঠে এসেছে ছয়ে। আর পর্তুগাল এক জয় ও এক হারে এক ধাপ পিছিয়ে গেছে। ১৭৫০.০৮ পয়েন্ট নিয়ে তারা এখন সাত নম্বরে। র‍্যাঙ্কিংয়ের শীর্ষ দশে থাকা বাকি দলগুলো হলো- বেলজিয়াম (১৭৩৫.৭৫) আট নম্বরে, ইতালি (১৭১৮.৩১) নবম এবং জার্মানি (১৭১৬.৯৮) দশম স্থানে।  

এই আপডেটে সবচেয়ে বড় উন্নতি করেছে মিয়ানমার। সাত ধাপ এগিয়ে তারা এখন ১৬২তম স্থানে রয়েছে। বিপরীতে সবচেয়ে বড় অবনতি হয়েছে আফ্রিকার দেশ গিনি-বিসাউয়ের, যারা আট ধাপ পিছিয়ে এখন ১২৮ নম্বরে নেমে গেছে।  

এশিয়ার মধ্যে সর্বোচ্চ অবস্থানে রয়েছে জাপান। ১৬৫২.৬৪ পয়েন্ট নিয়ে তারা আছে ১৫তম স্থানে।

আরও পড়ুন

×