সেঞ্চুরিতে গুলশানকে জেতালেন ছোট তামিম, নাসিরদের জয়

আজিজুল হক তামিম। ছবি: ডিপিএল
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ১২ এপ্রিল ২০২৫ | ১৮:০৪
ডিপিএলে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে আবাহনীকে ৩৯ রানে হারিয়েছে মোহামেডান। দিনের অন্য ম্যাচে প্রাইম ব্যাংককে ৫ উইকেটে হারিয়েছে গুলশান ক্রিকেট ক্লাব। সেঞ্চুরি করেছেন অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ জয়ী অধিনায়ক আজিজুল হক তামিম। এছাড়া শাইনপুকুরকে ২৮ রানে হারিয়েছে নাসির হোসেনদের রূপগঞ্জ টাইগার্স।
বিকেএসপির ৪ নম্বর মাঠে গুলশানের বিপক্ষে ব্যাট করে প্রাইম ব্যাংক ৪৭.৩ ওভারে ২০৩ রান করে অলআউট হয়। ওপেনার নাঈম শেখ ৩৬ রান করেন। জাকির হাসান মিডলে নেমে ২২ ও ইরফান শুক্কুর দলের পক্ষে সর্বোচ্চ ৪৩ রানের ইনিংস খেলেন।
জবাবে গুলশান ৩৭.১ ওভারে জয় তুলে নেয়। দলটি ওপেনিং জুটিতে ৭১ রান যোগ করে। আজিজুলের ওপেনিং সঙ্গী জাওয়াদ আবরার ৩৩ রান করে আউট হন। জুনিয়র তামিম খেলেন ১০৬ বলে ১০৫ রানের ইনিংস। তিনি ১০টি চারের সঙ্গে তিনটি ছক্কার শট খেলেন। খালিদ হাসান ৩৮ রান করেন।
বিকেএসপির ৩ নম্বর মাঠে শাইনপুকুরের বিপক্ষে শুরুতে ব্যাট করে রূপগঞ্জ টাইগার্স ৬ উইকেট হারিয়ে ২৫০ রান করে। দলটির ওপেনার আব্দুল মজিদ ১৩৯ বলে ১০২ রানের ইনিংস খেলেন। তিনি ছয়টি চার ও দুটি ছক্কা তোলেন। নাসির হোসেন ২৩ রানের ইনিংস খেলেন। মাহমুদুল হাসান ৫৬ রান যোগ করেন।
জবাবে শাইনপুকুর থামে ৪৪ ওভারে ২০৩ রানে। দলটির তিন ব্যাটার ঠিক ৫০ করে রান করে সাজঘরে ফেরেন। তারা হলেন ওপেনার মুমিনুল ইসলাম তন্ময়, চারে নামা রহিম আহমেদ ও ছয়ে নামা শাহরিয়ার সাকিব। জাতীয় দলের টেস্ট ওপেনার মাহমুদুল ৯ ওভারে ৩১ রান দিয়ে ৪ উইকেট নিয়ে শাইনপুকুরকে ধসিয়ে দেন।
- বিষয় :
- ডিপিএল
- আজিজুল হাকিম