ব্রুইনিকে পেতে চায় অ্যাস্টন ভিলা

ম্যানসিটি মিডফিল্ডার কেভিন ডি ব্রুইনি। ছবি: ফাইল
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৫ | ১৯:৩৪ | আপডেট: ২৫ এপ্রিল ২০২৫ | ১১:০৯
কেভিন ডি ব্রুইনির বয়স ৩৩ বছর। আরও দুই-তিন মৌসুম ইউরোপে খেলার স্বপ্ন তিনি দেখতেই পারেন। কিন্তু ইনজুরি প্রবণতার কারণে ম্যানচেস্টার সিটি ছাড়তে হচ্ছে এই বেলজিয়াম তারকার। মৌসুম শেষে সিটিজেনদের সঙ্গে তার চুক্তি শেষ। ওই চুক্তি নবায়ন করবে না ম্যানসিটি বোর্ড।
ইতিহাদ ছাড়ার ঘোষণা দেওয়া ওই ডি ব্রুইনিকে আগামী মৌসুমে দলে নিতে আগ্রহী অ্যাস্টন ভিলা। প্রিমিয়ার লিগে সেরা পাঁচে থেকে চ্যাম্পিয়ন্স লিগে জায়গা নিশ্চিত করার লড়াইয়ে আছে উনাই এমেরির অ্যাস্টন ভিলা। এরই মধ্যে ক্লাবটি নিজেদের মধ্যে ডি ব্রুইনিকে দলে ভেড়ানো সম্ভব কিনা এই আলোচনা করেছে।
ডি ব্রুইনিকে দলে নিতে আগ্রহী ইউরোপের আরও একটি ক্লাব। সেটি হলো ইতালির লিগ সিরি আ’র কোমো। চলতি মৌসুমে তারা রেলিগেশন থেকে শীর্ষ লিগে ফিরেছে। সাবেক স্পেন মিডফিল্ডার সেস ফ্যাবরেগাসের অধীনে দারুণ মৌসুম কাটাচ্ছে ক্লাবটি। ফ্যাবরেগাস তার দলে ব্রুইনিকে পাওয়ার স্বপ্ন দেখছেন।
তবে অ্যাস্টন ভিলা ও কোমোয় গেলে ডি ব্রুইনি ম্যানসিটির সমপর্যায়ের বেতন পাবেন না। যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠেয় ২০২৬ বিশ্বকাপ মাথায় রেখে ডি ব্রুইনি ইউরোপে খেলতে চাইলে অপেক্ষাকৃত কম বেতনে অ্যাস্টন ভিলা ও কোমোর মতো দল বেছে নিতে পারেন বর্তমান সময়ের অন্যতম সেরা এই মিডফিল্ডার।
এর আগে ডি ব্রুইনি বলেছিলেন, তিনি মনে করেন, তার এখনো ইউরোপের শীর্ষ পর্যায়ের ক্লাবে খেলে যাওয়ার সামর্থ্য আছে। ম্যানসিটি তার সঙ্গে চুক্তি নবায়ন না করায় বিস্মিত হয়েছেন, স্বীকার করতেও দ্বিধা করেননি। মৌসুম শেষে ইউরোপে থাকা না হলে সৌদি প্রো লিগ কিংবা যুক্তরাষ্ট্রের এমএসএল লিগে দেখা যেতে পারে এই অ্যাটাকিং মিডফিল্ডারকে।
- বিষয় :
- কেভিন ডি ব্রুইনি
- ফুটবল দলবদল