মুশফিকের ফর্মহীনতা নিয়ে যে যুক্তি দেখালেন জাকের

ছবি- সংগৃহীত
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৫ | ১৮:৫৬
মুশফিকুর রহিমের পরিশ্রম নিয়ে কখনোই কোনো প্রশ্ন ছিল না। বাংলাদেশের অন্যতম নিবেদিতপ্রাণ এই ক্রিকেটার মাঠের বাইরে যে পরিমাণ ঘাম ঝরান, সেটা সবারই জানা। তবে সাম্প্রতিক সময়ের পারফরম্যান্সে সেই পরিশ্রমের সুফল মিলছে না। শেষ ১২ ইনিংসে তার ব্যাট থেকে আসেনি একটিও অর্ধশতক; চার ইনিংসে তো দুই অঙ্কের ঘরেই পৌঁছাতে পারেননি।
স্বাভাবিকভাবেই শুরু হয়েছে মুশফিকের ফর্ম নিয়ে আলোচনা। তবে চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে শনিবার সংবাদ সম্মেলনে এসে এসব সমালোচনার জবাব দিয়েছেন দলের উইকেটরক্ষক-ব্যাটার জাকের আলী।
মুশফিকের রান খরা নিয়ে প্রশ্নের জবাবে জাকের বলেছেন, ‘দলে তো উনি একা খেলছেন না। সবারই রান করতে হবে। শুধু মুশফিক ভাইয়ের ওপরই তো সব দায়িত্ব নয়। কোনো খেলোয়াড়েরই প্রতিদিন রান আসবে, এমন কোনো নিশ্চয়তা নেই। এটা যে কারও সঙ্গেই হতে পারে।’
জাকের মনে করিয়ে দিয়েছেন, পুরো ব্যাটিং ইউনিটেরই দায়িত্ব নিতে হবে, ‘দলে যত ব্যাটার আছে, সবারই উচিত দায়িত্ব নিয়ে রান করা। রান না এলেও অন্তত লড়াইটা করে যেতে হবে।’ সিরিজের প্রথম টেস্টে দুই ইনিংসেই বাংলাদেশের ব্যাটাররা ব্যর্থ হন। প্রথম ইনিংসে মাত্র ১৯১ রানে গুটিয়ে গিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ তুলে দেন জিম্বাবুয়ের হাতে।
এর আগে মুশফিকের পাশে দাঁড়িয়েছিলেন আরেক সিনিয়র ব্যাটার মুমিনুল হক। তিনি বলেছিলেন, ‘আমি মুশফিক ভাইকে নিয়ে মোটেও চিন্তিত নই। উনি অনেক দিন ধরে আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন। কীভাবে ঘুরে দাঁড়াতে হয়, সেটা ভালো করেই জানেন। উনি বাংলাদেশ ক্রিকেটের জন্য যা করেছেন, সেটা ভুলে গেলে চলবে না।’
আগামী সোমবার (২৮ এপ্রিল) সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে চট্টগ্রামে আবার মুখোমুখি হবে বাংলাদেশ ও জিম্বাবুয়ে।
- বিষয় :
- জাকের আলী
- বাংলাদেশ ক্রিকেট
- মুশফিকুর রহিম