লিড পেল বাংলাদেশ

ছবি- বিসিবি
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৫ | ১৩:১৪ | আপডেট: ২৯ এপ্রিল ২০২৫ | ১৫:৪২
জিম্বাবুয়ে প্রথম ইনিংসে থেমেছিল ২২৭ রানে। ৭ উইকেট হাতে রেখে প্রথম ইনিংসে লিড নিয়েছে বাংলাদেশ। জোড়া ধাক্কা সামলে জুটি গড়েছেন মুশফিক-শান্ত। নাজমুল হোসেন শান্ত ১৪ ও মুশফিকুর রহিম ২০ রানে ক্রিজে আছেন। টাইগারদের লিড ৬ রান।
চা-বিরতির আগে জোড়া ধাক্কা বাংলাদেশের
চা-বিরতির ঠিক আগে থিতু হওয়া দুই ব্যাটসম্যান সাদমান ও মুমিনুলকে ফিরিয়েছে জিম্বাবুয়ে। ওয়েলিংটন মাসাকাদজার ওভারের শেষ বলে মুমিনুল (৩৩) নিজের উইকেট উপহার দিয়ে আসেন। পরের ওভারের প্রথম বলে বেনেট এলবিডব্লিউ করেন সেঞ্চুরিয়ান সাদমানকে (১২০)। চার বিরতির আগে প্রথম ইনিংসে ৫৭ ওভারে ৩ উইকেটে ২০৫ রান বাংলাদেশের। নাজমুল হোসেন শান্ত ২ ও মুশফিকুর রহিম ৯ রানে ক্রিজে আছেন। জিম্বাবুয়ে প্রথম ইনিংসে ২২৭ রানে অলআউট হয়েছে।
মুমিনুলের পর সাদমানকেও হারাল বাংলাদেশ
ব্যক্তিগত ৩৩ রানে ফিরলেন মুমিনুল। তার বিদায়ের পরের বলেই সেঞ্চুরিয়ান সাদমানকেও হারাল বাংলাদেশ। বেনেটের ডেলিভারিতে লেগ বিফোরের শিকার হয়ে ফেরার আগে ১৮১ বলে ১২০ রান করেন সাদমান। তার ইনিংসে ছিল ১৬টি চার এক ছক্কা। ক্রিজে এখন নতুন দুই ব্যাটসম্যান মুশফিক ও শান্ত। ৫৫ ওভারে বাংলাদেশের রান ৩ উইকেটে ১৯৬। এখনও ৩১ রানে পিছিয়ে বাংলাদেশ।
সাদমানের সেঞ্চুরি, দেড়শ’তে বাংলাদেশ
টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি তুলে নিলেন সাদমান। শুরু থেকেই ইতিবাচকভাবে খেলা সাদমান সেঞ্চুরি পেয়েছেন ১৪২ বলে, ১৬টি চারের সৌজন্যে। টেস্টে দুই সেঞ্চুরির সাথে ৫টি ফিফটি এখন তার। হারারেতে ২০২১ সালে জিম্বাবুয়ের বিপক্ষে অপরাজিত ১১৫ রানের ইনিংস খেলেছিলেন সাদমান, সেটি প্রথম শতক। এদিকে আজ টেস্টে হাজার রানের মাইলফলকেও পা রেখেছেন বাঁহাতি এই ওপেনার। চট্টগ্রামে ক্যারিয়ারের ২২তম টেস্টে নামার আগে ৪১ ইনিংস খেলে হাজার থেকে ৬১ রান দূরে ছিলেন তিনি।
৪২ ওভারে বাংলাদেশের রান ১ উইকেটে ১৫০। ১৪৫ বলে ১০১ রানে খেলছেন সাদমান। ২৭ বলে মুমিনুল হকের রান ৯।
এনামুলের বিদায়ে ভাঙল উদ্বোধনী জুটি
লাঞ্চ বিরতির পর মাত্র ১ রান যোগ করেই সাজঘরের পথ ধরলেন এনামুল হক বিজয়। ব্লেসিং মুজারাবানির বলে লেগ বিফোর উইকেটের শিকার হন, রিভিউ নিলেও লাভ হয়নি। তিন বছর পর টেস্ট দলে ফিরে ৮০ বলে ৩৯ রান করেন এনামুল। তার বিদায়ে ভাঙে ১১৮ রানের ওপেনিং জুটি। ক্রিজে সাদমানের সঙ্গী মুমিনুল। ৩৩ ওভার শেষে ১ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ১২০ রান।
- বিষয় :
- বাংলাদেশ-জিম্বাবুয়ে
- এনামুল হক বিজয়