ইনজাঘির ‘অন্যতম সেরা’ রেফারিতে ক্ষুব্ধ বার্সা শিবির

রেফারির সঙ্গে আরাহোর কথোপকথোন। ছবি: গোল
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৭ মে ২০২৫ | ২০:৩২ | আপডেট: ০৭ মে ২০২৫ | ২১:৫৭
চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের দ্বিতীয় লেগে ইন্টার মিলানের কাছে ৪-৩ গোলে হেরেছে বার্সেলোনা। দুই লেগ মিলিয়ে ৭-৬ গোলের জয়ে ফাইনালে চলে গেছে ইতালির জায়ান্টরা।
ম্যাচে পোলিশ রেফারির বেশ কিছু সিদ্ধান্ত নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে বার্সেলোনার কোচ ও খেলোয়াড়রা। তবে ইন্টার মিলানের কোচ ইনজাঘির মতে, ইউরোপের অন্যতম সেরা রেফারি সেজমন মার্সিনিয়াক।
ম্যাচ শেষে বার্সা কোচ হানসি ফ্লিক বলেন, ‘আমরা দারুণভাবে ম্যাচে ফিরেছিলাম। আমার মতে, ফিফটি ফিফটি সিদ্ধান্তগুলো ইন্টারের পক্ষে গেছে। তবে এটা আমাদের মেনে নিতে হবে, এটাই ফুটবল।’
বার্সা ডিফেন্ডার এরিক গার্সিয়া বলেন, ‘জানি না, এই মাঠের কী সমস্যা। এ নিয়ে তিনবার এলাম। কিন্তু কোন কারণে, কোন বিষয়ে কোন সিদ্ধান্ত আমাদের পক্ষে আসেনি। শেষবার যখন এখানে এসেছিলাম, তখন থেকেই জানি এই রেফারির সমস্যাটা আসলে কোথায়।’
ডিফেন্ডার ইনিগো মার্টিনেজ বলেন, ‘সবাই দেখেছে, সিদ্ধান্ত এক পক্ষেই গেছে। তবে আমরা কাউকে দোষ দিতে চাই না। আমরা মাথা উঁচুই রাখছি।’
ইন্টার মিলানের কোচ ইনজাঘি বলেছেন, ‘এগুলো তো বার্সার মতামত। তিনি ইউরোপের অন্যতম সেরা রেফারি হিসেবে স্বীকৃত এবং এদিনও তিনি দারুণ একটা ম্যাচ পরিচালনা করেছেন।’
- বিষয় :
- চ্যাম্পিয়ন্স লিগ