ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

ইন্টার না পিএসজি, কাকে চ্যাম্পিয়ন দেখছেন আর্সেনাল কোচ

ইন্টার না পিএসজি, কাকে চ্যাম্পিয়ন দেখছেন আর্সেনাল কোচ

ছবি- সংগৃহীত

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৮ মে ২০২৫ | ১৭:৫১

চ্যাম্পিয়ন্স লিগ থেকে আর্সেনালের বিদায়ের পর এবার পুরনো দল প্যারিস সেন্ট-জার্মেইন (পিএসজি)কে শিরোপাজয়ী হিসেবে দেখতে চাইছেন মিকেল আর্তেতা। ফ্রেঞ্চ ক্লাবটির হয়ে খেলেছেন একসময়, সেই টান থেকেই এবার তাদের জন্য শুভকামনা জানালেন আর্সেনাল কোচ।

বুধবার রাতে দ্বিতীয় লেগের ম্যাচে ২-১ গোলের আত্মবিশ্বাসী জয় পেয়েছে প্যারিসিয়ানরা। দুই লেগ মিলিয়ে ৩-১ গোলের জয়ে পা রেখেছে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে। পিএসজির পক্ষে ফ্যাবিয়ান রুইজ ও আশরাফ হাকিমি দারুণ দুটি গোল করেন। একটি শোধ করেন বুকায়ো সাকা।

ম্যাচ শেষে ফ্রেঞ্চ টিভি চ্যানেল ‘কানাল প্লাস’-কে দেওয়া সাক্ষাৎকারে আর্তেতা বলেন, ‘আমি আশা করি পিএসজি এবার ট্রফিটা জিতবে। এখানে (পিএসজিতে) আমার অতীত রয়েছে, সেখান থেকেই বলছি। আমি সত্যি মন থেকে চাই ওরা এবার চ্যাম্পিয়ন হোক।’

আর্তেতা মনে করেন, দুই লেগেই দোন্নারুম্মাই ছিলেন ম্যাচের পার্থক্য গড়ে দেওয়া খেলোয়াড়, ‘আমরা ওদের থেকে ভালো খেলেছি, তবে গোলরক্ষকই পার্থক্য গড়েছে। দুই লেগেই ম্যাচসেরা সে ছিল। এটাই আসল গল্প।’

আর্সেনাল কোচ আরও বলেন, ‘আমি আমার দলের জন্য গর্বিত। খেলোয়াড়রা সাহস, বুদ্ধিমত্তা ও আত্মবিশ্বাসের সঙ্গে খেলেছে। কিন্তু ফলাফলটাই সব বলে। আমরা ভালো খেলেও হেরে গেছি। এই জায়গা থেকে আমাদের আরও ভালো করার চেষ্টা করতে হবে।’

৩১ মে মিউনিখের আলিয়্যাঞ্জ অ্যারেনায় ফাইনালে মুখোমুখি হবে পিএসজি ও ইন্টার মিলান। প্রথমবারের মতো ইউরোপ সেরা হওয়ার পথে আরেকটি সুযোগ পেয়ে গেল ফরাসি জায়ান্টরা। আর তাদের পক্ষে গলা ফাটাচ্ছেন সাবেক তারকা মিকেল আর্তেতা।

আরও পড়ুন

×