প্রোটিয়াদের উড়িয়ে সিরিজ বাংলাদেশের

ছবি- সংগৃহীত
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৬ মে ২০২৫ | ১৯:১৭
জিতলেই সিরিজ, রাজশাহীতে আজ তৃতীয় ওয়ানডেতে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকার কাছে সমীকরণ ছিল এমনই। এই ম্যাচেই ২২৫ রানের তুলনামূলক ছোট পুঁজি নিয়েও বাংলাদেশ দেখাল দারুণ বোলিং নৈপুণ্য। প্রতিপক্ষকে ৩৪ রানে হারিয়ে ২-১ ব্যবধানে সিরিজ জিতে নেয় আকবর আলীর দল।
টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় স্বাগতিক বাংলাদেশ। কিন্তু শুরুটা ছিল হতাশাজনক। ইনিংসের শুরুতেই ফিরে যান ওপেনার রিজওয়ান। এরপর একের পর এক উইকেট হারিয়ে মাত্র ১১৮ রানেই ৮ উইকেট হারিয়ে ধুঁকতে থাকে দল।
এই কঠিন সময়ে ব্যাট হাতে প্রতিরোধ গড়েন মাহফুজুর রহমান রাব্বি ও রাকিবুল হাসান। অষ্টম উইকেটে গড়েন মূল্যবান ৮৪ রানের জুটি। রাব্বি করেন ৫৮ রান, রাকিবুল খেলেন ৪২ রানের কার্যকর ইনিংস। তাদের দৃঢ়তায় বাংলাদেশ অলআউট হওয়ার আগে পৌঁছে যায় ২২৫ রানে।
জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় প্রোটিয়ারা। সেখান থেকে আর ঘুরে দাঁড়াতে পারেনি তারা। সফরকারীদের ধসিয়ে দিতে বড় ভূমিকা রাখেন রাকিবুল হাসান, যিনি একাই নিয়েছেন ৪টি উইকেট। রাব্বি ও ওয়াসি সিদ্দিকী নেন ২টি করে উইকেট। প্রোটিয়াদের হয়ে সর্বোচ্চ ৪০ রান করেন তায়ান ভ্যান ভুরেন। তবে তার ইনিংস ম্যাচ বাঁচাতে যথেষ্ট ছিল না। শেষ পর্যন্ত ১৯১ রানেই অলআউট হয় সফরকারীরা।
ফলে ৩৪ রানের জয় নিয়ে সিরিজ জয়ের উৎসবে মাতে বাংলাদেশ ইমার্জিং দল। ম্যাচের সেরা পারফরম্যান্স দেখিয়ে রাব্বি ও রাকিবুল রাখলেন দারুণ ছাপ।
- বিষয় :
- বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা