পাকিস্তানে দল পাঠানোয় বিসিবির প্রতি নাকভির কৃতজ্ঞতা

বিসিবির সভাপতি ফারুক আহমেদ (বাঁয়ে) ও বিসিবি পরিচালক নাজমুল আবেদীনের সঙ্গে পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভির (মাঝে) বৈঠক। ছবি: বিসিবি থেকে পাওয়া
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ২০ মে ২০২৫ | ১৮:২৩
ভারত-পাকিস্তান সংঘাতে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পাকিস্তান সফর নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়। নিরাপত্তা ঝুঁকির প্রশ্ন ওঠে। তবে শেষ পর্যন্ত পাকিস্তান সফরে যেতে রাজি হয়েছে বাংলাদেশ।
সিরিজের নিরাপত্তা ব্যবস্থাপনা ও সুযোগ-সুবিধা নিয়ে পরিষ্কার ধারণা দিতে দুবাইতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি ফারুক আহমেদ এবং বিসিবি পরিচালক ও ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিমের সঙ্গে বৈঠক করেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভি।
পিসিবি থেকে এক বার্তায় জানানো হয়েছে, ওই আলোচনা ফলপ্রসু হয়েছে এবং পাকিস্তান সফরে সম্মত হয়েছে বিসিবি। দল পাঠাতে সম্মত হওয়ায় পিসিবি চেয়ারম্যান নাকভি বিসিবির প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। তবে পাঁচ ম্যাচের টি-২০ সিরিজ ছোট করে তিন ম্যাচে নামিয়ে আনা হয়েছে।
নতুন করে সূচিও দেওয়া হয়েছে। পিসিবি টুইটারে জানিয়েছে, ২৭ মে সিরিজের প্রথম ম্যাচ মাঠে গড়াবে। ২৯ ও ১ জুন হবে সিরিজের বাকি দুই ম্যাচ। সবগুলো ম্যাচই হবে লাহোরে। তবে পিসিবি আনুষ্ঠানিক ও পূর্ণাঙ্গ সূচি পরবর্তীতে ঘোষণা করতে বলে জানা গেছে।
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল বর্তমানে সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে সিরিজ খেলছে। তিন ম্যাচের সিরিজ ১-১ ব্যবধানে সমতায় আছে। আগামীকাল সিরিজের শেষ ম্যাচ খেলে সরাসরি বাংলাদেশ দলের ক্রিকেটাররা পাকিস্তানের বিমান ধরনের নাকি দেশে ফেরার পর নতুন করে পাকিস্তান সফরে বের হবেন তা জানা যায়নি।
- বিষয় :
- বিসিবি
- পিসিবি
- বাংলাদেশ-পাকিস্তান
- ফারুক আহমেদ