‘রিয়াল অপ্রতিরোধ্য হবে’, কথা দিলেন আলোনসো

রিয়ালের কোচ হিসেবে প্রথম সংবাদ সম্মেলন। ছবি: এএফপি
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৬ মে ২০২৫ | ২১:২৭
জাবি আলোনসোকে নতুন কোচ হিসেবে রোববার ঘোষণা দিয়েছে রিয়াল মাদ্রিদ। সোমবার তাকে আনুষ্ঠানিক পরিচয় করিয়ে দেওয়া হয়েছে। এরপর সংবাদ সম্মেলনে সাবেক কিংবদন্তি ফুটবলার ও বায়ার লেভারকুসেনে সাফল্য পাওয়া কোচ বলেছেন, রিয়াল মাদ্রিদ অপ্রতিরোধ্য হবে।
তিনি বলেন, ‘আমরা একই সঙ্গে আবেগ ও আনন্দ ফিরিয়ে আনতে চাই। আমরা চাই, যারা স্টেডিয়ামে আসবে তারা যেন খেলা উপভোগ করেন। যারা টিভিতে দেখবেন তারা যেন বলেন- এটাই তো আমার রিয়াল মাদ্রিদ। আমরা যদি এটা করতে পারি, রিয়াল মাদ্রিদ অপ্রতিরোধ্য হয়ে উঠবে।’
রিয়ালের দায়িত্ব নেওয়ার আগে কার্লো আনচেলত্তির প্রতি সম্মান জানিয়েছেন আলোনসো। কোচ হিসেবে ডন কার্লো তার ওপর হেড মাস্টারি না করলে আজকের এই পর্যায়ে আসতে পারতেন না বলেও উল্লেখ করেছেন, ‘নতুন অধ্যায় নিয়ে কথা বলার আগে, যেখান থেকে আমি শুরু করছি তা স্মরণ করতে হবে। আমি কার্লো আনচেলত্তির চেয়ারে বসছি, যিনি তার চিহ্ন আমার মধ্যে রেখে গেছেন। তার কড়াকড়ি এবং শিক্ষা ছাড়া আমি আলোনসো হতে পারতাম না।’
রিয়াল মাদ্রিদে জুড বেলিংহাম, কিলিয়ান এমবাপ্পে ও ভিনিসিয়াসের মতো ফুটবলার আছে। আলোনসোর কৌশল কেমন হবে প্রশ্নে তিনি বলেন, ‘আমরা ভাগ্যবান তাদের মতো খেলোয়াড় পেয়েছি। শুধু এমবাপ্পে কিংবা ভিনিসিয়াস নয়, দলে আরও দু’জন আছে, আমরা যদি তাদের সেরাটা বের করতে পারি তারা পার্থক্য গড়ে দিতে পারে। তাদের নিয়ে আমার পরিকল্পনা আছে, আমরা তাদের নিয়ে কাজ করতে চাই, এটাই আমার কাজ।’
গুঞ্জন আছে রদ্রিগো গোয়েস রিয়াল মাদ্রিদ ছাড়তে চান। জাবি আলোনসোর সঙ্গে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড কথাও বলতে চান তার পরিস্থিতি নিয়ে। বিয়ষটি নিয়ে করা প্রশ্নে তিনি বলেন, ‘রদ্রিগো রিয়াল মাদ্রিদের খেলোয়াড়। আমি তার সঙ্গে কথা বলবো। এটা তার প্রাপ্য। রদ্রিগো অসাধারণ এক ফুটবলার। আমাদের তাকে দরকার।’
- বিষয় :
- জাবি আলোনসো
- রিয়াল মাদ্রিদ