মিডিয়া কাপ ফুটবলে দাপুটে জয় সমকালের

মিডিয়া কাপে জয় পাওয়া সমকালের ফুটবল দল।
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ২৭ মে ২০২৫ | ১৬:৫৭ | আপডেট: ২৭ মে ২০২৫ | ১৭:০১
দাপুটে জয়ে কুল-বিএসজেএ (বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস অ্যাসোসিয়েশন) মিডিয়া কাপ ফুটবল শুরু করেছে দৈনিক সমকাল। গ্রুপ ‘এইচ’-এর শক্তিশালী প্রতিপক্ষ সময় টিভিকে ২-০ গোলে হারিয়েছে সমকাল।
মঙ্গলবার সকালে রাজধানীর পল্টন ময়দানে অনুষ্ঠিত ম্যাচের শুরুতেই ১-০ গোলের লিড নেয় সমকাল। হেড থেকে গোল করেন ফরোয়ার্ড লাইনে খেলা সমকালের তামজিদ হাসান। প্রথমার্ধে আর গোল না হলেও একের পর এক আক্রমণ তুলে খেলতে থাকে সমকাল।
দ্বিতীয়ার্ধে যার সুফল পায় দলটি। তামজিদের শটে লিড ডাবল করে নির্ভার জয় নিয়ে মাঠ ছাড়ে সমকাল। সময় টিভি’কে গোলের কোন সুযোগই তৈরি করতে দেয়নি সমকাল। বরং জয়ের ব্যবধান বড় না হওয়ার আক্ষেপে পুড়েছে।
খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক ফরোয়ার্ড জাহিদ হাসান এমিলি। তিনি তামজিদের হাতে ম্যাচ সেরার পুরস্কার তুলে দেন।
সমকালের হয়ে খেলায় অংশ নেন বিভিন্ন বিভাগে কর্মরত সাংবাদিক। তারা হলেন- ক্রীড়া বিভাগের সাখাওয়াত হোসেন জয় ও সুমন মেহেদী। বিনোদন বিভাগের মীর সামি ও বুলবুল ফাহিম। প্রিন্ট বিভাগ থেকে বোরহান আজাদ, হাসনাত জুয়েল ও ছায়েদুর রহমান। অনলাইন বিভাগের তামজিদ হাসান, রিয়াজ হোসেন ও জীবন চৌধুরী মিন্টু। খেলায় ম্যানেজারের ভূমিকা পালন করেন জালাল আহমেদ ও রাশেদুল ইসলাম।
- বিষয় :
- মিডিয়া
- দৈনিক সমকাল