ফিরলেন মেসি, তিন চমক নিয়ে আর্জেন্টিনার স্কোয়াড ঘোষণা

ছবি- সংগৃহীত
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ৩১ মে ২০২৫ | ১৭:৫০ | আপডেট: ৩১ মে ২০২৫ | ১৯:২৭
২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বের জুনের দুটি ম্যাচকে সামনে রেখে ২৮ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে আর্জেন্টিনা। কোচ লিওনেল স্কালোনির দলে সবচেয়ে বড় খবর—ফিরেছেন অধিনায়ক লিওনেল মেসি। ইনজুরির কারণে মার্চের ম্যাচগুলোতে খেলতে না পারলেও, ইন্টার মায়ামির হয়ে ফের ছন্দে ফিরেছেন এবং এখন পুরোপুরি ফিট।
দক্ষিণ আমেরিকা অঞ্চল থেকে ইতোমধ্যেই বিশ্বকাপ নিশ্চিত করা একমাত্র দল আর্জেন্টিনা। ১৪ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে থাকা আলবিসেলেস্তেরা আগামী ৬ জুন চিলির মাঠে এবং ১১ জুন ঘরের মাঠে কলম্বিয়ার বিপক্ষে খেলবে।
🏆 #Eliminatorias Estos son nuestros convocados 🇦🇷 para la doble fecha de junio. Desde #BahíaBlanca, con el corazón ❤ pic.twitter.com/0ejiTs5TJp
— 🇦🇷 Selección Argentina ⭐⭐⭐ (@Argentina) May 31, 2025
ভিন্নধর্মী কায়দায় এবারের দল ঘোষণা করেছে আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন (এএফএ)। গত মার্চে তীব্র ঝড়ে বিধ্বস্ত বাহিয়া ব্ল্যাঙ্কা শহরের বাসিন্দাদের মুখেই খেলোয়াড়দের নাম ঘোষণা করা হয়েছে। স্কোয়াডে সবচেয়ে আলোচিত নাম ১৭ বছর বয়সী অ্যাটাকিং মিডফিল্ডার ফ্র্যাঙ্কো মাস্তানতুয়োনো। প্রথমবার জাতীয় দলে ডাক পেয়েছেন এই বিস্ময় বালক। এছাড়াও আছেন আরও দুই নতুন মুখ। ২১ বছর বয়সী সেন্টারব্যাক মারিয়ানো ত্রোইলো ও ২৩ বছর বয়সী সেন্টারব্যাক কেভিন লোমোনাকো। মিডফিল্ডে জায়গা পেয়েছেন ২৪ বছর বয়সী এনসো বারেনেচিয়া, যিনি আগেও জাতীয় দলের ক্যাম্পে ডাক পেলেও ম্যাচ খেলার সুযোগ পাননি।
এর আগে আর্জেন্টিনা সর্বশেষ বাছাইপর্বের ম্যাচ খেলেছিলেন মার্চে। সে সময় উরুগুয়ে ও ব্রাজিলের বিপক্ষে খেলা স্কোয়াড থেকে বাদ পড়েছেন নিকোলাস দমিঙ্গেস, আলেহান্দ্রো গারনাচো, অ্যালেক্সিস ম্যাকঅ্যালিস্টার ও ভ্যালেন্তিন কাস্তেয়ানোসের মতো তারকারা।
এর মধ্যে নটিংহাম ফরেস্ট তারকা দমিঙ্গেস মেনিসকাসের চোটে ভুগছেন। গারনাচো ও কাস্তেয়ানোসকে কৌশলগত কারণে বাদ দেওয়ার কথা উল্লেখ করেছে আর্জেন্টাইন সংবাদমাধ্যম মুন্দো আলবিসেলেস্তে। আর ম্যাকঅ্যালিস্টার কিছুটা অস্বস্তি নিয়ে লিভারপুলের সর্বশেষ দুই ম্যাচ খেলেছেন। এ কারণে এবার স্কালোনির দলে রাখা হয়নি এ মিডফিল্ডারকে।
আর্জেন্টিনার স্কোয়াড:
গোলকিপার: এমিলিয়ানো মার্টিনেজ, ওয়াল্টার বেনিতেস, হেরোনিমো রুইয়ি।
ডিফেন্ডার: ক্রিস্টিয়ান রোমেরো, নিকোলাস ওতামেন্দি, মারিয়ানো ত্রোইলো, নাহুয়েল মলিনা, লিওনার্দো বালেরদি, ভ্যালেন্তিন বার্কো, হুয়ান ফয়েথ, কেভিন লোমোনাকো, নিকোলাস তাগলিয়াফিকো, ফাকুন্দো মেদিনা।
মিডফিল্ডার: লেয়ান্দ্রো পারেদেস, এনসো বারেনেচিয়া, এনসো ফের্নান্দেস, এক্সেকুইয়েল পালাসিওস, থিয়াগো আলমাদা, নিকো পাস, রদ্রিগো ডি পল, জিওভান্নি লো সেলসো।
ফরোয়ার্ড: লিওনেল মেসি, হুলিয়ান আলভারেজ, লাওতারো মার্টিনেজ, নিকোলাস গনসালেস, আনহোল কোরেয়া, জুলিয়ানো সিমিওনে, ফ্র্যাঙ্কো মাস্তানতুয়োনো।
- বিষয় :
- আর্জেন্টিনা
- লিওনেল মেসি