ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

তিন রেকর্ড ভেঙে লিভারপুলে উইর্টজ 

তিন রেকর্ড ভেঙে লিভারপুলে উইর্টজ 

ফ্লোরিয়ান উইর্টজ। ছবি: ফাইল

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১১ জুন ২০২৫ | ২০:৪৯

বায়ার লেভারকুসেন থেকে ফ্লোরিয়ান উইর্টজকে কেনার বিষয়ে সমঝোতায় পৌঁছেছে লিভারপুল। তিন রেকর্ড ভেঙে দ্রুতই অল রেডস শিবিরে যোগ দিতে যাচ্ছেন বর্তমান সময়ের অন্যতম সেরা তরুণ জার্মান মিডফিল্ডার। 

ফুটবল দলবদল বিশেষজ্ঞ সাংবাদিক ফ্যাবরিজিও রোমানো জানিয়েছেন, উইর্টজকে কিনতে ১৫০ মিলিয়ন ইউরো খরচ হচ্ছে লিভারপুলের। 

তাকে কেনার জন্য ১৩০ মিলিয়ন ইউরো থেকে দেন-দরবার শুরু করে সম্প্রতি শেষ হওয়া মৌসুমে প্রিমিয়ার লিগ জেতা লিভারপুল। তবে প্রত্যাশিত ১৫০ মিলিয়ন ইউরোর নিচে রাজি হয়নি লেভারকুসেন। 

এতেই তিন রেকর্ড ভেঙেছেন জাবি আলোনসোর শিষ্য উইর্টজ। তিনি জার্মান বুন্দেসলিগা থেকে দলবদল করা সবচেয়ে দামী ফুটবলার। এর আগে উসমান ডেম্বেলে ছিলেন সবচেয়ে দামে বিক্রি হওয়া জার্মান লিগের ফুটবলার। তাকে ১৩৫ মিলিয়ন ইউরো দিয়ে কিনেছিল বার্সেলোনা। এরপর আছে ডর্টমুন্ড থেকে রিয়ালে যাওয়া বেলিংহামের নাম।

উইর্টজ লিভারপুলের ইতিহাসের সবচেয়ে দামী ফুটবলার। রেডসরা সাধারণত বাজার থেকে বেছে বেছে সেরা কিন্তু দামে কম ফুটবলার কেনার চেষ্টা করে। কিন্তু এবার আর্নে স্লটের পছন্দের উইর্টজের জন্য খরচ করছে মোটা অর্থ। এর আগে লিভারপুলের সবচেয়ে দামী ছিলেন ডারউইন নুনিয়েজ। তাকে ৮৫ মিলিয়ন ইউরোতে কিনেছিল রেডসরা। 

এছাড়া প্রিমিয়ার লিগের সবচেয়ে দামী ফুটবলার হতে যাচ্ছেন উইর্টজ। তিনি গত মৌসুমে লিভারপুলকে টেক্কা দিয়ে চেলসির কেনা ইকুয়েডরিয়ান ডিফেন্সিভ মিডফিল্ডার ময়েস কেয়সাডো ও  চেলসির আর্জেন্টাইন মিডফিল্ডার এনজো ফার্নান্দেজের দামের রেকর্ড ভাঙছেন।

আরও পড়ুন

×