ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

এইচপির দলে সালাউদ্দিনের ছেলেসহ আরও যারা আছেন

এইচপির দলে সালাউদ্দিনের ছেলেসহ আরও যারা আছেন

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১২ জুন ২০২৫ | ১৪:১৯

২০২৫-২৬ মৌসুমের জন্য হাই পারফরম্যান্স (এইচপি) ইউনিটের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ২৮ সদস্যের এই দলে জায়গা পেয়েছেন জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিনের ছেলে নুহায়েল সানদিদ। চায়নাম্যান বোলিংয়ে বৈচিত্র্য ও কার্যকারিতার কারণে গেল ঢাকা প্রিমিয়ার লিগেই নজরে আসেন তিনি।

নুহায়েলের বোলিং অ্যাকশন ও ধাঁচ নিয়ে আলোচনা শুরু হয় তার প্রিমিয়ার লিগ অভিষেকের আগেই। গাজী টায়ার্স ক্রিকেট একাডেমির হয়ে খেলতে নেমে অভিষেক ম্যাচেই ছিলেন আলোচনার কেন্দ্রে। প্রতিপক্ষ ছিল প্রাইম ব্যাংক, আর কোচ ছিলেন তার বাবা সালাউদ্দিন। অভিষেক ম্যাচে বাবার হাত থেকেই ক্যাপ পাওয়ার মুহূর্তটি ক্রিকেটপাড়ায় ছিল বেশ আবেগঘন। তবে পরিচিতি ছেলের নয়, গুণের কারণে মিলেছে বিসিবির নজর।

এইচপি স্কোয়াড মূলত জাতীয় দলের সম্ভাবনাময় ক্রিকেটারদের প্রস্তুত রাখার প্ল্যাটফর্ম। স্পিন বিভাগে সানদিদের সঙ্গে রয়েছেন নাঈম আহমেদ, স্বাধীন ইসলাম ও নাইম হোসেন সাকিব। স্পিন অলরাউন্ডারদের তালিকায় আছে রাকিবুল হাসান, শেখ পারভেজ জীবন, মাহফুজুর রহমান রাব্বি, আশরাফুল হাসান ও ওয়াসি সিদ্দিকি।

পেসারদের মধ্যে রিপন মণ্ডল ও মারুফ মৃধার সঙ্গে যুক্ত হয়েছেন মেহেদী হাসান, শফিকুল ইসলাম, আসাদুজ্জামান পায়েল ও আব্দুল গাফফার। পেস অলরাউন্ডার হিসেবে জায়গা পেয়েছেন তোফায়েল আহমেদ, চৌধুরী মোহাম্মদ রিজওয়ান, আহমেদ শরীফ ও আব্দুল্লাহ আল মামুন।

ব্যাটিং বিভাগে টপ অর্ডারে আছেন মাহফিজুল ইসলাম রবিন, জিসান আলম, ইফতেখার ইফতি, আশিকুর রহমান শিবলি, হাবিবুর রহমান সোহান ও আইচ মোল্লা। মিডল অর্ডারে সুযোগ পেয়েছেন আরিফুল ইসলাম, প্রীতম কুমার ও আহরার আমিন।

একনজরে এইচপি স্কোয়াড: মাহফিজুল ইসলাম রবিন, জিসান আলম, ইফতেখার ইফতি, আশিকুর রহমান শিবলি, হাবিবুর রহমান সোহান, আইচ মোল্লা, আরিফুল ইসলাম, প্রীতম কুমার, আহরার আমিন, রাকিবুল হাসান, শেখ পারভেজ জীবন, মাহফুজুর রহমান রাব্বি, আশরাফুল হাসান, ওয়াসি সিদ্দিকি, তোফায়েল আহমেদ, চৌধুরী মোহাম্মদ রিজওয়ান, আহমেদ শরীফ, আব্দুল্লাহ আল মামুন, নাঈম আহমেদ, নুহায়েল সানদিদ, স্বাধীন ইসলাম, নাঈম হোসেন সাকিব, রিপন মণ্ডল, মারুফ মৃধা, মেহেদী হাসান, শফিকুল ইসলাম, আসাদুজ্জামান পায়েল ও আব্দুল গাফফার।

আরও পড়ুন

×