ঢাকা বুধবার, ০২ জুলাই ২০২৫

মানশির ১৯১ রানের পাল্টায় ওডাউডের ১৫৮, জিতল ডাচরা

মানশির ১৯১ রানের পাল্টায় ওডাউডের ১৫৮, জিতল ডাচরা

১৯১ রান করা মানশি (বাঁয়ে) ও ১৫৮ করা ওডাউড।

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৩ জুন ২০২৫ | ১২:৩১

স্কটল্যান্ডের ফোর্থহিলে অনুষ্ঠিত ম্যাচটি বুলাওয়ের বাংলাদেশ ও জিম্বাবুয়ের সেই ম্যাচের কথা স্মরণ করাবে। একই গল্পে ভিন্ন ভাষার সিনেমার মতো। বুলাওয়ের সেই ম্যাচে বাংলাদেশের মতো ৪ উইকেটে জিতেছে নেদারল্যান্ডসও।     

সালটা ২০০৯। ওয়ানডে ফরম্যাট তখনও ডাবল সেঞ্চুরি দেখেনি। চশমা পরা জিম্বাবুয়ের ব্যাটার চার্লস কভেন্ট্রি যা করেই ফেলেছিলেন। ১৫৬ বলে ১৯৪ রানের হার না মানা ইনিংস খেলেছিলেন তিনি। ১৬ চারের সঙ্গে সাতটি ছক্কা মেরেছিলেন তিনি। তার দল তুলেছিল ৩১২ রান। জবাবে তামিম ইকবাল ১৫৪ রান করেছিলেন। সাত চার ও ছয় ছক্কা ছিল তার ইনিংসে। বাংলাদেশ জিতেছিল এক বল থাকতে। 

এবার ফোর্থহিলে স্কটল্যান্ড ও নেদারল্যান্ডসের মধ্যে তেমনই এক ম্যাচ দেখা গেল। ছোট দলের বড় লড়াই যাকে বলে। আইসিসি ২০২৭ বিশ্বকাপ লিগ পর্বের ম্যাচে স্কটল্যান্ড শুরুতে ব্যাট করে ৬ উইকেটে ৩৬৯ রান তোলে। দলটির ওপেনার জর্জ মানশি ১৫০ বলে ১৯১ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেন। তার ব্যাট থেকে ১৪টি চার ও ১১টি ছক্কা আসে। 

এছাড়া স্কটিশ অধিনায়ক ম্যাথু ক্রস ৫৯ রান যোগ করেন। ছোট ছোট রান করেন আরও চার ব্যাটার। ওপেনার কার্লি টিয়ার ২৩ রানের ইনিংস খেলেন। তিনে নামা ব্রেন্ডন ম্যাকমুলেন ২১ রান করেন। নিয়াম নায়লর ১৪ ও মাইকেল লিয়াস্ক ২৮ রান যোগ করেন।

জবাব দিতে নেমে ডাচ ওপেনার ম্যাক্স ওডাউড ১৩০ বলে ১৫৮ রানের হার না মানা ইনিংস খেলেন। ১২টি চারের সঙ্গে চারটি ছক্কা তোলেন তিনি। অন্য ওপেনার মাইকেল লেভিট ৪৪ রানের ইনিংস খেলেন। ওপেনিং জুটিতে ৬৭ রান পায় ডাচরা। এছাড়া স্কট এডওয়ার্ড ৩২ ও নোয়া ক্রয়েস ২৯ বলে ৫০ রান করে ৪ বল থাকতে দলকে জয় এনে দেন।
 

আরও পড়ুন

×