শান্তর নিয়ন্ত্রিত ইনিংসে মুগ্ধ মুশফিক, চান ডাবল সেঞ্চুরি

শান্তর সেঞ্চুরি উদযাপন। ছবি: এএফপি
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৭ জুন ২০২৫ | ২১:০৭
শ্রীলঙ্কার বিপক্ষে গল টেস্টের প্রথমদিন ৩ উইকেট হারিয়ে ২৯২ রান তুলেছে বাংলাদেশ। সেঞ্চুরি পেয়েছেন মুশফিকুর রহিম ও অধিনায়ক নাজমুল শান্ত। এর মধ্যে শান্তর সেঞ্চুরিতে মুগ্ধ হয়েছেন অভিজ্ঞ ব্যাটার মুশফিক। তার মতে, শান্ত কোন সুযোগ না দিয়ে খুবই নিয়ন্ত্রিত ইনিংস খেলেছে। যা সেঞ্চুরির চেয়েও বেশি কিছু।
প্রথম দিন শেষে ১০৫ রানে অপরাজিত থাকা মুশফিক সংবাদ সম্মেলনে এসে বলেন, ‘শান্ত ব্যাটার হিসেবে ও অধিনায়ক হিসেবে অনেক দিন ধরে ভালো খেলছে। ক্যান্ডিতে সে এর আগে সেঞ্চুরি পেয়েছে। তবে আমার কাছে ভালো লেগেছে তার নিয়ন্ত্রিত ইনিংস। যেভাবে কন্ট্রোল করে খেলেছে, কোন সুযোগ না দেওয়া এটা গুরুত্বপূর্ণ।’
গলে ২০৩ বলে সেঞ্চুরি করার পর বাধভাঙা উদযাপন করেন নাজমুল শান্ত। ২৬০ বল খেলে ১৩৬ রানে দিন শেষ করা শান্তর ওই উদযাপনের পক্ষে ঢাল ধরেছেন মুশফিক। জানিয়েছেন, শান্তর থেকে শুধু ডাবল সেঞ্চুরি কেন ২৫০ রান চান তিনি, ‘চেষ্টা থাকবে নিজের ইনিংস যতটা বড় করতে পারি। শান্তর যেহেতু একটাও দুইশ’ নেই, আশা থাকবে দুইশ’ করুক, আড়াইশ’ই বা কেন নয়।’
মুশফিক ক্যারিয়ারের ৯৭তম টেস্ট খেলতে নেমেছেন। কিছু দিন অফ ফর্মে ছিলেন তিনি। ক্যারিয়ারের শেষ ধাপে প্রতিটি ইনিংস বিশেষ বলে মন্তব্য করেছেন টেস্টে দেশের পক্ষে সর্বাধিক ৬ হাজারের ওপর রান করা মুশফিক, ‘আমি ক্যারিয়ারের শেষ দিকে আছি, প্রতিটি ইনিংস স্পেশাল। সামনে যে সুযোগ আছে নেওয়ার চেষ্টা করি। একটা জেনেরেশনকে ধাপে ধাপে উপরে নিয়ে যেতে হবে। সিনিয়র ক্রিকেটার হিসেবে সামনে থেকে নেতৃত্ব দেওয়া খুবই গুরুত্বপূর্ণ।’
গল টেস্টে প্রথম সেশনে ৪৫ রানে ৩ উইকেট হারিয়েছিল বাংলাদেশ। সেট হলে সেখানে বড় রান করা যায়। সেজন্য দ্বিতীয় দিন নতুন করে শুরু করতে হবে বলেও জানিয়েছেন মুশফিক। তিনি জানান, নতুন বলে শেষ সেশনে মাত্র ১০ ওভার খেলা হয়েছে। দ্বিতীয় দিন সকাল তাই দলের জন্য গুরুত্বপূর্ণ।
- বিষয় :
- গল টেস্ট
- নাজমুল হোসেন শান্ত
- মুশফিকুর রহিম