ট্রাম্পকে বিশেষ বার্তা সংবলিত জার্সি উপহার দিলেন রোনালদো

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৮ জুন ২০২৫ | ১১:২৭
ইরান-ইসরায়েল উত্তেজনার মাঝেই আলোচনায় এলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। ফুটবল ইতিহাসের অন্যতম এই মহাতারকা এবার একটি বিশেষ বার্তা লেখা জার্সি উপহার দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। কানাডায় অনুষ্ঠিত জি-৭ সম্মেলনের সময় ট্রাম্পের হাতে এই উপহার তুলে দেওয়া হয়।
পর্তুগালের হয়ে ইউরো নেশন্স লিগ জেতার সময়ের সেই জার্সিটিতে ছিল রোনালদোর স্বাক্ষর ও বিশেষ বার্তা, ‘প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্য উপহার, শান্তির জন্য খেলছি, সিআর৭।’ ট্রাম্প বার্তাটি পড়ে উচ্ছ্বাস প্রকাশ করেন এবং বলেন, ‘দুর্দান্ত, আমি এটাই পছন্দ করি। শান্তির জন্য খেলা।’
উপহারটি ট্রাম্পের হাতে তুলে দেন ইউরোপিয়ান কাউন্সিলের প্রেসিডেন্ট ও পর্তুগালের সাবেক প্রধানমন্ত্রী অ্যান্তোনিও কস্তা। এসময় ট্রাম্প রোনালদোকে সর্বকালের অন্যতম সেরা ফুটবলার বলে প্রশংসা করেন, ‘তারা বলে যে তিনিই (রোনালদো) সর্বকালের সেরা (ফুটবলার)।’
To President @realdonaldtrump.
— António Costa (@eucopresident) June 16, 2025
Playing for peace. As a team. pic.twitter.com/iLGAmbmu0J
তবে রোনালদোর এই উপহার নিয়ে সামাজিক মাধ্যমে শুরু হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। কেউ সাধুবাদ জানাচ্ছেন, কেউ আবার সমালোচনা করছেন ট্রাম্পকে উপহার দেওয়াকে কেন্দ্র করে। বর্তমানে রোনালদো রয়েছেন বিশ্রামে। ক্লাব বিশ্বকাপে জায়গা পায়নি তার ক্লাব আল নাসর। জাতীয় দল পর্তুগালেরও এখন কোনো ম্যাচ নেই।
- বিষয় :
- ডোনাল্ড ট্রাম্প
- ক্রিশ্চিয়ানো রোনালদো