গোল্ডকাপ ফুটবলে চ্যাম্পিয়ন রংপুর ও রাজশাহী

প্রতীকি ছবি
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ১৯ জুন ২০২৫ | ২২:২৬
জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের বালক বিভাগে অনূর্ধ্ব-১৭ প্রতিযোগিতায় রংপুর এবং বালিকা বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে রাজশাহী বিভাগ।
বৃহস্পতিবার জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে বালক বিভাগে রংপুর টাইব্রেকারে ৪-৩ গোলে ময়মনসিংহকে হারিয়ে শিরোপা জিতেছে। বালিকা বিভাগেও কপাল পুড়েছে ময়মনসিংহের। ৩-০ গোলে তাদের হারিয়ে ট্রফি নিয়ে উচ্ছ্বাসে মেতে ওঠে রাজশাহীর মেয়েরা।
খেলা শেষে প্রধান অতিথি হিসেবে খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
বালিকা বিভাগে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলা রাজশাহীকে প্রথমার্ধে এগিয়ে নেয় জান্নাতুল। দলের হয়ে বাকি দুই গোল করে মৌসুমি।
বালক বিভাগে প্রথমার্ধে মোজাম্মেল হকের গোলে লিড নেয় ময়মনসিংহ। রংপুর বেশ কিছু সুযোগ তৈরি করেও গোল আদায় করে নিতে পারেনি প্রথমার্ধে। দ্বিতীয়ার্ধে বেশির ভাগ সময় বলের দখল ধরে রাখে ময়মনসিংহ। মেহেদী হাসানের গোলে ব্যবধান ২-০তে এগিয়ে যায় তারা। কিন্তু শেষ ৫ মিনিটে সবকিছু এলোমেলো করে দেয় রংপুরের অধিনায়ক রিয়াদ। একাই দুই গোল করে দলকে সমতায় ফেরায়।
নির্ধারিত সময়ে আর গোল না হওয়ায় খেলা গড়ায় টাইব্রেকারে। সেখানে বাজিমাত করে রংপুর। এই টুর্নামেন্টের প্রথম আসর ২০১৮ সালেও চ্যাম্পিয়ন হয়েছিল রংপুর।
- বিষয় :
- বাফুফে