নাঈমের ফাইফারে লিড পেল বাংলাদেশ

নাঈমের সঙ্গে লিটন-শান্তর উইকেট উদযাপন। ছবি: এএফপি
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২০ জুন ২০২৫ | ১১:১৮ | আপডেট: ২০ জুন ২০২৫ | ১৪:০১
নাজমুল শান্ত ও মুশফিকুর রহিমের সেঞ্চুরিতে গল টেস্টে বাংলাদেশের প্রথম ইনিংসে করা ৪৯৫ রানের শক্ত জবাব দিচ্ছিল শ্রীলঙ্কা। তৃতীয় দিনের শেষ বেলায় ডাবল সেঞ্চুরির পথে থাকা পাথুম নিশাঙ্কাকে তুলে নিয়ে লাগামে টান দেয় বাংলাদেশ। চতুর্থ দিন সকালে ধনাঞ্জয়া ডি সিলভা ও কুশল মেন্ডিস ফিরলেও কামিন্দু মেন্ডিসে লিডের পথে ছিল স্বাগতিকরা। কিন্তু দিনের দ্বিতীয় সেশনের শুরুতে তাদের আউট করে ১০ রানে লিড নিয়েছে বাংলাদেশ।
শ্রীলঙ্কা ১২৪ ওভারে ৬ উইকেটে ৪৬৫ রান নিয়ে লাঞ্চে গিয়েছিল। বাংলাদেশের চেয়ে ৩০ রানে পিছিয়ে ছিল। কামিন্দু মেন্ডিস ৮৩ রানে অপরাজিত ছিলেন। ওই মেন্ডিস ৮৭ রানে ফেরেন। শ্রীলঙ্কা ৪৮৫ রানে অলআউট হয়। অর্থাৎ লাঞ্চের পর ২০ রান যোগ করে ৪ উইকেট হারিয়েছে তারা।
কামিন্দুর সেঞ্চুরি মিস, নাঈমের ফাইফার: চতুর্থ দিনের শুরুতে ধনাঞ্জয়া ডি সিলভা ও কুশল মেন্ডিস আউট হওয়ায় হাতে খুলে খেলতে শুরু করে কামিন্দু মেন্ডিস। তিনি সেঞ্চুরির পথে ছিলেন। তবে ৮৭ রান করে আউট হন। বাংলাদেশের ডানহাতি অফ স্পিনার নাঈম হাসান ৫ উইকেট তুলে নিয়েছেন। লাঞ্চের পরে লঙ্কানদের হারানো ৪ উইকেটের তিনটিই নিয়েছেন তিনি।
কামিন্দু-ধনাঞ্জয়ার জুটি ভাঙলেন নাঈম: পাথুম নিশাঙ্কা আউট হওয়ার পর নির্ভার ব্যাটিং করে তৃতীয় দেন শেষ করেন কামিন্দু মেন্ডিস ও অধিনায়ক ধনাঞ্জয়া ডি সিলভা। কামিন্দু ৩৭ ও ডি সিলভা ১৭ রানে অপরাজিত ছিলেন। চতুর্থ দিন সকালে লঙ্কান অধিনায়ককে তুলে নেন নাঈম হাসান। তিনি ২ রান যোগ করতে পারেন। পরেই হাসান মাহমুদ কুশল মেন্ডিসকে আউট করেন। তিনি ৫ রান করেন।
নিশাঙ্কার ডাবলের স্বপ্ন ভঙ্গ: লঙ্কান ওপেনার পাথুম নিশাঙ্কার ডাবল সেঞ্চুরির স্বপ্ন ভেঙেছেন বাংলাদেশের পেসার হাসান মাহমুদ। সাজঘরে ফেরার আগে নিশাঙ্কা দাপুটে ব্যাটিং করেছেন। তিনি ২৫৬ বলে ১৮৭ রান করে বোল্ড হন। ২৩ চার ও এক ছক্কায় ইনিংস সাজান। ৭৩.০৫ স্ট্রাইক রেটে রান তুলেছেন তিন ফরম্যাটে দারুণ ছন্দে থাকা এই ব্যাটার। তার ব্যাটে ভর করে বাংলাদেশকে পাল্টা জবাব দিয়েছে স্বাগতিকরা। সেঞ্চুরির পরই অবশ্য নিশাঙ্কাকে আউটের সুযোগ হারায় বাংলাদেশ। চান্দিমাল আউট হওয়ার পরের ওভারে ১১৯ রানে লিটনের হাতে ক্যাচ দিয়েও বেঁচে যান তিনি।
মুমিনুলের শিকার ম্যাথুস: ক্যারিয়ারের শেষ টেস্ট খেলছেন অ্যাঞ্জেল ম্যাথুস। বিশ্বকাপে তাকে টাইমড আউট করেছিল বাংলাদেশ। ওই ম্যাথুসকে গার্ড অব অনার দেয় টাইগাররা। ক্রিজে এসে ৬৯ বলে তিন চার ও এক ছক্কায় ৩৯ রান করে মুমিনুলের বলে আউট হয়েছেন তিনি।
চান্দিমালকে ফেরালেন নাঈম: নিশাঙ্কা ও চান্দিমাল ১৫৭ রানের জুটি গড়েন। ওই জুটি ভাঙেন নাঈম হাসান। ১১৯ বলে চারটি চারের শটে ৫৪ রান করেন লঙ্কান এই ব্যাটার। দলের হয়ে প্রথম উইকেটটি নেন স্পিনার তাইজুল ইসলাম। তিনি ওপেনার লাহিরু উদারাকে ২৯ রানে আউট করেন।
পাঁচশ’ হলো না বাংলাদেশের: গল টেস্টের দ্বিতীয় দিন ৯ উইকেটে ৪৮৯ রান নিয়ে শেষ করেছিল বাংলাদেশ। তৃতীয় দিন সকালেই ইনিংস ঘোষণার সম্ভাবনা ছিল। তবে ব্যাটিংয়ে নামেন পেসার হাসান মাহমুদ ও নাহিদ রানা। তারা মাত্র ৩.৪ ওভার টিকতে পারেন, যোগ করেন ৬ রান। বাংলাদেশের প্রথম ইনিংসের ৪৯৫ রানে বড় অবদান মুশফিকুর রহিম, নাজমুল শান্ত ও লিটন দাসের। এর মধ্যে মুশফিক ৩৫০ বল খেলে ১৬৩ রান করেন। শান্ত ১৪৮ রান করে ফিরে যান। সেঞ্চুরির আক্ষেপে পুড়তে হয় লিটন দাসকে (৯০)। প্রথম ইনিংসে লঙ্কান পেসার আসিথা ফার্নান্দো ৪টি এবং মিলান রত্নায়েকে ৩ উইকেট নেন। স্পিনার থারিন্দু রত্নায়েনে নেন ৩ উইকেট।
- বিষয় :
- গল টেস্ট
- বাংলাদেশ-শ্রীলংকা