উইকেট বুঝতে না পারায় ইনিংস ছাড়েননি, জানালেন শান্ত

নাজমুল শান্তর উইকেট উদযাপন। ছবি: এএফপি
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ২১ জুন ২০২৫ | ২১:৪৩
গল টেস্টে স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে ড্র করেছে বাংলাদেশ। বাংলাদেশের দেওয়া ২৯৬ রানের লক্ষ্যে নেমে শেষ বেলায় লঙ্কানরা ৩২ ওভারে ৪ উইকেট হারিয়ে ৭২ রান তোলে। বাংলাদেশ কিছু কম রানের লিড নিয়ে লঙ্কানদের ৫০-৬০ ওভার ব্যাটিংয়ের সুযোগ দিলে টেস্টের ফল ভিন্ন হতে পারত বলে মনে করা হচ্ছে।
বিষয়টি নিয়ে ম্যাচ শেষে টেস্ট অধিনায়ক শান্তকে প্রশ্ন করা হলে তিনি জানান, পঞ্চম দিন সকালেও তারা বুঝতে পারেননি উইকেট কেমন আচরণ করবে। এছাড়া বৃষ্টি তাদের পরিকল্পনা ভেস্তে দিয়েছে বলে দাবি করেছেন। শান্তর মতে, বৃষ্টি না হলে প্রথম সেশনে ব্যাটিং করে লঙ্কানদের ৬০-৬৫ ওভারের জন্য ব্যাটিংয়ে পাঠাতে পারতেন।
তিনি বলেন, ‘পঞ্চম দিন যেমন উইকেট প্রত্যাশা করেছিলাম, ওমন হয়নি। চতুর্থ দিনও আরামে ব্যাটিং করা যাচ্ছিল। আমরা এমন একটা জায়গায় যেতে চাচ্ছিলাম যেখান থেকে হারার সম্ভাবনা কম। বৃষ্টি প্লান পরিবর্তন করে দিয়েছি। আমরা সকালেও জানতাম না, উইকেট কেমন আচরণ করবে। সেজন্য এক ঘণ্টা বেশি সময় নিয়েছি (ব্যাটিংয়ে)। লাঞ্চ পর্যন্ত (বৃষ্টি না হলে) ব্যাটিং করতে পারলে, (শ্রীলঙ্কাকে) ৬০-৭০ ওভার ব্যাটিং করানো গেলে একটা সুযোগ তৈরি হতো।’
প্রথম ইনিংসে নাজমুল শান্ত ও মুশফিকের সেঞ্চুরি এবং লিটন দাসের সেঞ্চুরি ছোঁয়া ইনিংসে ৪৯৫ রান তোলে বাংলাদেশ। পাল্টা জবাব দিয়ে শ্রীলঙ্কা প্রথম ইনিংসে ৪৮৫ রান তোলে। স্পিনার নাঈম হাসান পাঁচ উইকেট নেন। দুই পেসার নেন ৩ উইকেট। শান্তর মতে, পেসাররা প্রথম ইনিংসে আরেকটু ভালো বোলিং করলে এবং লিডটা বেশি হলেও একটা সুযোগ থাকত।
তিনি বলেন, ‘পেস বোলিংয়ে যদি প্রথম ইনিংসে আরেকটু ভালো বোলিং করতে পারতাম...। কন্ডিশন পেসারদের পক্ষে ছিল না। তারা অনেকদিন ধরে ভালো বোলিং করে আসছে। একটা ম্যাচ খুব একটা ভালো হয়নি। (এনামুল হক) বিজয় অনেকদিন পরে দলে এসেছে মাত্র দুটো টেস্ট খেলেছেন, তাকে সময় দেওয়া হলে ভালো করবে। উনি ঘরোয়া ক্রিকেটে যেভাবে খেলে এসেছেন, আন্তর্জাতিকেও পারবেন।’