ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

বুমরাহর রেকর্ড ভাঙা দিনে পন্তকে নিয়ে উচ্ছ্বসিত ম্যাঞ্জেরেকার

বুমরাহর রেকর্ড ভাঙা দিনে পন্তকে নিয়ে উচ্ছ্বসিত ম্যাঞ্জেরেকার

ছবি- ক্রিকইনফো

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২২ জুন ২০২৫ | ১৩:২০

হেডিংলিতে লিডস টেস্টের দ্বিতীয় দিন বল হাতে বাজিমাত করেছেন জাসপ্রিত বুমরাহ। ইংল্যান্ডের ব্যাটারদের আগ্রাসী 'বাজবল' থিওরি কার্যত নিষ্ক্রিয় করে দিয়েছেন এই ভারতীয় পেসার। ভারতের ৪৭১ রানের জবাবে দিন শেষে ইংলিশরা থেমেছে ৩ উইকেটে ২০৯ রানে। সেঞ্চুরি করে অপরাজিত আছেন অলিভার পোপ (১০০)।

তবে আলোচনার কেন্দ্রে বুমরাহ। ৪৮ রান খরচায় নিয়েছেন ৩টি গুরুত্বপূর্ণ উইকেট। দিনের শেষ ওভারে টানা ৩টি ‘নো বল’ করলেও, তার আগ্রাসী লাইন-লেন্থের কাছে নাস্তানাবুদ ছিলেন ইংলিশ ব্যাটাররা। একটি নো বলেই জীবন পান হ্যারি ব্রুক। এদিনই এক বিশাল মাইলফলক স্পর্শ করেন বুমরাহ। দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া এই চার দেশগুলোতে এশিয়ান বোলারদের মধ্যে সর্বোচ্চ টেস্ট উইকেট এখন ভারতীয় এই পেসারের।

এই চার দেশে ৬০ ইনিংসে বুমরাহর উইকেট এখন ১৪৮টি। এতদিন এই রেকর্ড ছিল পাকিস্তানের কিংবদন্তি ওয়াসিম আকরামের দখলে, যিনি ৫৫ ইনিংসে নিয়েছিলেন ১৪৬ উইকেট। এছাড়া তালিকায় আছেন অনিল কুম্বলে (১৪১), ইশান্ত শর্মা (১৩০) ও মোহাম্মদ শামি (১২৩)।

অন্যদিকে, ব্যাট হাতে নজর কাড়ছেন ঋষভ পন্ত। উইকেটরক্ষক ব্যাটার হিসেবে তার টেস্ট ক্যারিয়ার নিয়ে এবার বিশেষ মন্তব্য করলেন সাবেক ক্রিকেটার ও বিশ্লেষক সঞ্জয় ম্যাঞ্জেরেকার। ‘জিয়োহটস্টার’-এ তিনি বলেন, ‘আমি যখন কোনো ব্যাটারকে দেখি, দেখি তার সেঞ্চুরিগুলো কোথায় হয়েছে। পন্তের কথা বললে, ও ইংল্যান্ডে সেঞ্চুরি করেছে, দক্ষিণ আফ্রিকায় করেছে, আর অস্ট্রেলিয়ায় তো দুটি সেঞ্চুরি আছে।’

পন্তের টেস্ট পরিসংখ্যানও ম্যাঞ্জেরেকারের বক্তব্যকে জোরালো করছে। বিদেশের মাটিতে ধোনির ৪৮ টেস্টে ২৪৯৬ রান থাকলেও রয়েছে কেবল একটি সেঞ্চুরি। ফিফটি আছে ১৮টি। অপরদিকে, পন্ত মাত্র ৩০ টেস্টে বিদেশে করেছেন ১৯৭৬ রান। গড়েও এগিয়ে রয়েছেন ধোনির চেয়ে।

ধোনির প্রতি সম্মান রেখেই ম্যাঞ্জেরেকার বলেন, ‘আমি ধোনির ভক্তদের সম্মান করেই বলছি, টেস্ট ক্রিকেটে পন্ত তাকে ছাপিয়ে গেছে। ধোনির বিদেশের মাটিতে সেঞ্চুরি খুব কম, যেখানে পিচ কঠিন ছিল সেখানে তিনি ব্যর্থ হয়েছেন। পন্ত সেই পরীক্ষায় উত্তীর্ণ।’

আরও পড়ুন

×