পাচুকার বিপক্ষেও এমবাপ্পেকে পাচ্ছে না রিয়াল

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২২ জুন ২০২৫ | ১৪:২৩
ফিফা ক্লাব বিশ্বকাপে রোববার (২২ জুন) পাচুকার বিপক্ষে দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে রিয়াল মাদ্রিদ। তবে গুরুত্বপূর্ণ এই ম্যাচেও দলে থাকছেন না ফরাসি সুপারস্টার কিলিয়ান এমবাপ্পে। সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন রিয়ালের স্প্যানিশ কোচ জাবি আলোনসো। তবে আশার খবর হলো, গ্রুপপর্বের শেষ ম্যাচে অস্ট্রিয়ার ক্লাব সালজবার্গের বিপক্ষে এমবাপ্পেকে পাওয়ার সম্ভাবনা রয়েছে।
জাবি আলোনসো বলেন, ‘সে (এমবাপ্পে) এখন অনেকটাই ভালো আছে, হাসপাতালে থেকে ফিরে এসেছে এবং ধীরে ধীরে সেরে উঠছে। আমরা আশাবাদী, সালজবার্গের বিপক্ষে সে খেলতে পারবে।’
তবে শুধু এমবাপ্পেই নয়, পাচুকার বিপক্ষে ম্যাচে রিয়াল মাদ্রিদ পাচ্ছে না ডান-ব্যাক দানি কার্ভাহালকেও। যদিও দুইজনই দলের অনুশীলনে অংশ নিয়েছেন বলে জানিয়েছে রিয়াল মাদ্রিদ কর্তৃপক্ষ।
ক্লাব বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে সৌদি আরবের ক্লাব আল হিলালের সঙ্গে ১-১ গোলে ড্র করেছিল রিয়াল। ওই ম্যাচে শেষ দিকে পেনাল্টি মিস করেন উরুগুইয়ান মিডফিল্ডার ফেদেরিকো ভালভার্দে, যা জয় থেকে বঞ্চিত করে ইউরোপিয়ান জায়ান্টদের।
- বিষয় :
- কিলিয়ান এমবাপ্পে
- রিয়াল মাদ্রিদ