ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

এশিয়া কাপের স্বপ্ন মেয়েদের

এশিয়া কাপের স্বপ্ন মেয়েদের

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ২৩ জুন ২০২৫ | ১৪:১৫

জর্ডানে ত্রিদেশীয় সিরিজে ভালো করার পর আত্মবিশ্বাস বেড়েছে বাংলাদেশ নারী ফুটবল দলের। র‍্যাঙ্কিংয়ে উপরের দিকে থাকা জর্ডান ও ইন্দোনেশিয়ার সঙ্গে ড্রয়ে নতুন স্বপ্নের জাল বুনেছে পিটার বাটলারের দল। নারী ফুটবলের ইতিহাসে প্রথমবার এশিয়া কাপে খেলার স্বপ্ন দেখছে মেয়েরা। সেই স্বপ্ন বাস্তবায়নে আগে পাড়ি দিতে হবে বাছাই পর্বের গণ্ডি। বাংলাদেশের এএফসি নারী এশিয়ান কাপ বাছাই পর্বের শুরু ২৯ জুন। গ্রুপ ‘সি’তে সেরা হতে পারলেই এশিয়া কাপের মূল পর্বে খেলার স্বপ্নপূরণের উচ্ছ্বাসে ভাসবেন আফেইদা খন্দকার-ঋতুপর্ণা চাকমারা।

ব্রিটিশ কোচের অধীনে সকাল-বিকাল অনুশীলনে ঘাম ঝরাচ্ছে মেয়েরা। কঠিন চ্যালেঞ্জ জয়ের জন্য সব প্রস্তুতিই নিচ্ছে তারা। ইতিহাস হাতছানি দিচ্ছে বলে মেয়েদের নানাভাবে উৎসাহ দিচ্ছে কোচিং প্যানেল। মিয়ানমারে বাছাই পর্বে গ্রুপে বাংলাদেশের তিন প্রতিপক্ষের মধ্যে একমাত্র তুর্কমেনিস্তান (১৪১) র‍্যাঙ্কিংয়ে পিছিয়ে। বাংলাদেশের অবস্থান ১২৮, স্বাগতিক মিয়ানমার ৫৫তম ও বাহরাইন ৯২তম। গ্রুপে বাংলাদেশের প্রধান প্রতিদ্বন্দ্বী মিয়ানমার। গ্রুপ সেরা হতে হলে লাল-সবুজের দলটিকে চ্যালেঞ্জে ফেলতে পারে মিয়ানমার। 

তবে বাংলাদেশ নারী দলের গোলরক্ষক কোচ মাসুদ আহমেদ উজ্জ্বলের বিশ্বাস মিয়ানমারকে হারাতে পারবেন তারা, ‘আমার কেন যেন মনে হচ্ছে এবার আমরা এশিয়া কাপে খেলব। আমাদের মূল প্রতিদ্বন্দ্বী মিয়ানমার। তবে তাদের খেলা দেখে মনে হয়েছে আমরা জিততে পারব। জর্ডান, ইন্দোনেশিয়ার মতো দলের সঙ্গে ড্রয়ে দলের আত্মবিশ্বাস অনেক বেড়ে গেছে। এশিয়ান কাপ বাছাই পর্ব নিয়ে আমরা খুব আশাবাদী।’

আরও পড়ুন

×