‘মুরগির বিষ্ঠা’ বলা আর্জেন্টাইনের দাবি বর্ণবাদী কিছু করেননি

অ্যান্তোনি রুডিগার ও গুস্তাভো কাবরাল। ছবি: এএফপি
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৩ জুন ২০২৫ | ২০:৩৫
ক্লাব বিশ্বকাপে মেক্সিকান ক্লাব পাচুকার বিপক্ষে ৩-১ গোলে জিতেছে রিয়াল মাদ্রিদ। ইনজুরি কাটিয়ে বদলি হিসেবে ওই ম্যাচে ফেরেন রিয়াল মাদ্রিদের জার্মান ডিফেন্ডার অ্যান্তোনি রুডিগার।
ম্যাচের শেষ দিকে তাকে পাচুকার ৩৯ বছর বয়সী আর্জেন্টাইন ডিফেন্ডার গুস্তাভো কাবরালের সঙ্গে কিছু একটা নিয়ে কথা বলতে দেখা যায়। পরে রুডিগার অভিযোগ করেছেন, তার প্রতি বর্ণবাদী আচরণ করা হয়েছে।
তবে কাবরাল দাবি করেছেন, তিনি বর্ণবাদী কিছু করেননি। কেবল আর্জেন্টিনায় প্রচলিত একটি বাক্য বলেছেন। সেটা হলো- চিকেন শিট (মুরগির বিষ্ঠা)। তার মতে, আর্জেন্টিনায় এটি প্রচলিত খুবই সাধারণ একটা কথা (অনেকটা ইংরেজি বুলশিটের মতো)।
কাবরাল বলেন, ‘আমি তাকে কিছুই বলিনি। শুধু চিকেন শিট বলেছিলাম। যেটা আর্জেন্টিনায় আমরা সবসময়ই বলি। এর বাইরে কিছু নয়।’
বিষয়টি নিয়ে রিয়ালের কোচ জাবি আলোনসো বলেন, ‘রুডিগারের থেকে আমরা এমনই (বর্ণবাদের শিকার হয়েছেন) শুনেছি এবং আমরা তাকে বিশ্বাস করি। এসব ক্ষেত্রে জিরো টলারেন্স থাকা উচিত। বিষয়টি নিয়ে ফিফা তদন্ত করছে।’ ফিফার সঙ্গে তদন্তের বিষয়ে সংবাদ মাধ্যম রয়টার্স যোগাযোগ করলে তারা তাৎক্ষণিক কিছু জানাতে চায়নি।
- বিষয় :
- ক্লাব বিশ্বকাপ
- রিয়াল মাদ্রিদ