চার বছর পর টেস্ট দলে আর্চার

টেস্ট দলে ইংলিশ পেসার আর্চার। ছবি: ফাইল
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৬ জুন ২০২৫ | ২০:২৫
হেডিংলিতে রেকর্ড গড়ে ভারতের বিপক্ষে টেস্ট জিতেছে ইংল্যান্ড। এবার দ্বিতীয় টেস্ট সামনে রেখে পেস আক্রমণে আরও ধার বাড়িয়ে দল ঘোষণা করেছেন ইসিবির নির্বাচকরা। ওই দলে চার বছর চার মাস পরে ফিরেছেন গতিময় পেসার জোফরা আর্চার।
২০২১ সালের ফেব্রুয়ারিতে ভারতের বিপক্ষে শেষ টেস্ট খেলেছিলেন আর্চার। আবার ভারতের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে দলে ঢুকলেন তিনি। তাকে দলে অন্তর্ভূক্ত করা হলেও লিডসে প্রথম টেস্টের দল থেকে কাউকে বাদ দেওয়া হয়নি।
ভারত ও ইংল্যান্ড এজবাস্টনে ২ জুলাই থেকে পাঁচ ম্যাচের টেন্ডুলকার-অ্যান্ডারসন সিরিজের দ্বিতীয় ম্যাচ খেলতে নামবে। বার্মিংহামের ম্যাচটিতে পেসারদের দাপট থাকতে পারে ভেবেই কাউন্টি খেলা আর্চারকে ডেকে আনা হয়েছে।
ইংল্যান্ডের টেস্ট দল: বেন স্টোকস, জোফরা আর্চার, শোয়েব বাশির, জ্যাকব বেথেল, হ্যারি ব্রুক, ব্রাইডন কার্স, স্যাম কুক, জ্যাক ক্রলি, বেন ডাকেট, জেমি ওভারটন, অলি পোপ, জো রুট, জেমি স্মিথ, জশ টাঙ, ক্রিস ওকস।
- বিষয় :
- ইংল্যান্ড
- টেস্ট ক্রিকেট