ঢাকা বুধবার, ০২ জুলাই ২০২৫

জ্বরে আক্রান্ত রিশাদ, একাদশে সুযোগ পেতে পারেন তানভীর

জ্বরে আক্রান্ত রিশাদ, একাদশে সুযোগ পেতে পারেন তানভীর

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ০১ জুলাই ২০২৫ | ২২:৪২

শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওয়ানডে শুরুর ঠিক আগ মুহূর্তে দুশ্চিন্তায় পড়েছে বাংলাদেশ দল। লেগ স্পিনার রিশাদ হোসেন জ্বরে আক্রান্ত হয়ে ছিটকে যেতে পারেন ম্যাচের একাদশ থেকে। শেষ মুহূর্তের প্রস্তুতিতে দলের সাথে নেই তিনি। অবস্থান করছেন টিম হোটেলে। 

জানা গেছে, গরম ও আদ্রতায় হঠাৎ করেই তার জ্বর এসেছে। আগের দিন দুপুরেও তিনি দলের সাথে অনুশীলনে ছিলেন। কিন্তু হোটেলে ফিরে গিয়েই অসুস্থ হয়ে পড়েন রিশাদ। 

রিশাদের অবস্থা আগামীকাল ম্যাচের দিন সকাল পর্যন্ত পর্যবেক্ষণে রাখা হবে। তবে সময়মতো পুরোপুরি সেরে না উঠলে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওয়ানডেতে তাকে ছাড়াই নামতে হবে বাংলাদেশকে। এই পরিস্থিতিতে রিশাদের জায়গায় একাদশে জায়গা পেতে পারেন বাঁহাতি স্পিনার তানভীর ইসলাম। 

বাংলাদেশের ওয়ানডে স্কোয়াড: মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, নাঈম শেখ, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, লিটন দাস, জাকের আলি অনিক, শামীম পাটোয়ারী, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, নাহিদ রানা ও হাসান মাহমুদ।

আরও পড়ুন

×