‘ফারমার্স লিগ’, এমবাপ্পের জবাব

ছবি: গোল
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৬ আগস্ট ২০২০ | ০২:৪০
ইউরোপের শীর্ষ পাঁচ লিগের মধ্যে ইংলিশ প্রিমিয়ার লিগ ও লা লিগা জৌলুসে ভরা। সিরি আ’ পাওয়ার ফুটবলের জন্য নাম করা। বায়ার্ন মিউনিখ-বরুশিয়া ডর্টমুন্ড জার্মান লিগ বুন্দেসলিগাকে আলাদা করে চেনায়। সেই হিসেবে অনেকটা ম্যাড়মেড়ে ফ্রান্সের লিগ ওয়ান। লিগে শুধুই পিএসজির দৌরাত্ম্য। চ্যাম্পিয়নস লিগে তাদের গল্পটা হতাশার।
কিন্তু চলতি আসরের চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে লিগ ওয়ানের দুই দল জায়গা পাকা করেছে। ইতালির ক্লাব আটালান্টাকে শেষ মুহূর্তে রূপকথা লিখে বিদায় করেছে পিএসজি। আর লিগ পয়েন্ট টেবিলে সাতে শেষ করা (করোনার কারণে লিগ বাতিল) লিঁও ইংলিশ জায়ান্ট ক্লাব ম্যানচেস্টার সিটিকে বিদায় করে নিশ্চিত করেছে সেমিফাইনালে জায়গা।
এখনও ক্লাব দুটি চূড়ান্ত সাফল্য পায়নি। কিন্তু সেমিফাইনাল কম কী। ফ্রান্সের বিশ্বকাপ জয়ী তরুণ ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পে তাই ভেংচি কেটেছেন সমালোচনদের। টুইট করেছেন ‘ফারমার্স লিগ’! তার এই মন্তব্যের অবশ্য কারণ আছে। সমালোচকরা ফ্রান্স লিগকে ফারমার্স লিগই বলেন।
আগামী ১৯ আগস্ট চ্যাম্পিয়নস লিগের প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে জার্মান ক্লাব আরবি লাইপজিগ এবং লিগ ওয়ান জয়ী পিএসজি। পরদিন বায়ার্ন মিউনিখের মুখোমুখি হবে লিঁও। লিবসনে ২৩ আগস্টের ফাইনালে অল জার্মান নাকি অল ফ্রান্স ক্লাব ওঠে সেটাই এখন দেখার পালা। নাকি ফাইনালে ফ্রান্স-জার্মানি দুই লিগেরই প্রতিনিধিত্ব থাকবে?