ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

হৃদয় দিয়ে খেলো, বায়ার্নকে রোবেন-রিবেরিরা

হৃদয় দিয়ে খেলো, বায়ার্নকে রোবেন-রিবেরিরা

২০১৩ মৌসুমে বায়ার্নকে চ্যাম্পিয়নস লিগ জেতানো দলের তারকা ফ্রাঙ্ক রিবেরি, আরিয়েন রোবেন এবং ফিলিপ লাম। ছবি: ফাইল

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৩ আগস্ট ২০২০ | ০৬:১৫ | আপডেট: ২৩ আগস্ট ২০২০ | ০৬:৫৮

বায়ার্ন মিউনিখ ইউরোপের সফলতম দল। রিয়াল মাদ্রিদের (১৬বার) পরে সবচেয়ে বেশি ১১বার চ্যাম্পিয়নস লিগের ফাইনালে উঠেছে তারা। রিয়াল, এসি মিলান এবং লিভারপুলের পরে সর্বোচ্চ পাঁচবার জিতেছে শিরোপা। কিন্তু সর্বশেষ কয়েক আসরে তাদের গল্পটা কষ্টের। সর্বশেষ তারা শিরোপা জিতেছে ২০১৩ সালে বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে।

ওই আসরে বায়ার্নের হয়ে ফ্রান্সের ফ্রাঙ্ক রিবেরি, নেদারল্যান্ডসের আরিয়েন রোবেন, জার্মানির বাস্তিয়ান শোয়েনস্টেনগার-মারিও গোমেজ, ফিলিপ লামরা বর্তমান বায়ার্ন মিউনিখ দলকে ফাইনালের জন্য শুভকামনা জানিয়েছেন। হৃদয় দিয়ে খেলার জন্য বলেছেন। সবটা নিংড়ে দেওয়ার আহ্বান করেছেন রবার্ট লেভানডস্কি, টমাস মুলার ও সের্গি গিনাব্রিদের।

বায়ার্ন মিউনিখের অফিসিয়াল ফেসবুক পেজে এক ভিডিও বার্তায় শোয়েনজি বলেছেন, ‘এই দলের অনেকের আগে ফাইনাল খেলার অভিজ্ঞতা আছে। যদিও প্রত্যেকটি ফাইনালটি একটির চেয়ে আরেকটি আলাদা। আমার পরামর্শ হলো পুরোটা দিয়ে খেলো, হৃদয় দিয়ে খেলো।’ বায়ার্নের সর্বশেষ শিরোপা জয়ের অন্যতম নায়ক রিবেরি বলেছেন, ‘আঙুল উচিয়ে বলছি, তোমরাই ফেবারিট। শুভ কামনা। সামনে এগিয়ে যাও বায়ার্ন।’

আরিয়েন রোবেন জানিয়েছেন, পুরো মৌসুম জুড়ে দল দারুণ খেলেছে। দেখে মজা পেয়েছেন তিনি। বায়ার্ন কোচ নতুন করে দলকে গুছিয়ে ফেলেছেন। এখন শিরোপা উচিয়ে ধরার পালা। নিজেদের পুরস্কার ছিনিয়ে আনার পালা। ফিলিপ লাম বলছেন, অসাধারণ মৌসুম। ইতিহাসের দ্বিতীয় ট্রেবল জয়ের পথে বায়ার্ন। সেরাটা খেলে শিরোপা নিয়ে ফেরো।

সাবেক বায়ার্ন ডিফেন্ডার ডিয়াগো কনটেন্তো লিসবনে থাকা দলকে শুভকামনা জানিয়েছেন। চ্যাম্পিয়নস লিগের শিরোপা উচিয়ে ধরার মতো আনন্দ নেই বলে উল্লেখ করেছে। বায়ার্নের হয়ে ২০১৩ মৌসুমে শিরোপা জেতা জার্মান স্ট্রাইকার মারিও গোমেজ বলেছেন, ‘আমি ১০০০ ভাগ নিশ্চিত চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখই হবে।’ 

আরও পড়ুন

×