ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

জাতীয় লিগেও থাকবে জার্সি নম্বর

জাতীয় লিগেও থাকবে জার্সি নম্বর

ছবি: ফাইল

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ০১ অক্টোবর ২০১৯ | ০৩:২০

সর্বশেষ অ্যাসেজ সিরিজ দিয়ে টেস্টের জার্সিতে নামের সঙ্গে নম্বর যোগ হয়েছে। সাদা জার্সিতে নাম ও নম্বর নিয়ে আফগানিস্তানের বিপক্ষে সিরিজের একমাত্র টেস্টটি খেলেছে বাংলাদেশ। এবার ঘরোয়া প্রথম শ্রেণির ক্রিকেট লিগেও নাম ও নম্বর লেখা জার্সিতে খেলা হবে। আগামী ১০ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া ২১তম জাতীয় ক্রিকেট লীগে নতুন জার্সির উদ্বোধন হবে।

এবারের জাতীয় লিগ নিয়ে সোমবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সমন্বয় সভা করে বিসিবি। সেখানে সিদ্ধান্ত হয় দেশের চারটি ভেন্যু ফতুল্লাহর খান সাহেব ওসমান আলী স্টেডিয়াম, রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়াম, খুলনার শেখ আবু নাসের স্টেডিয়াম ও ঢাকার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে হবে খেলা। এবারও দুই স্তরে হবে লিগ। প্রথম স্তরের চার দল রাজশাহী, খুলনা, রংপুর ও ঢাকা বিভাগীয় দল। দ্বিতীয় স্তরের লিগে খেলবে ঢাকা মেট্রোপলিটন, বরিশাল, সিলেট ও চট্টগ্রাম বিভাগীয় দল।

আন্তর্জাতিক ক্রিকেট না থাকায় জাতীয় লীগের এ মৌসুমের শুরু থেকেই জাতীয় দলের ক্রিকেটাররাও খেলবেন। ক্যারিবীয় প্রিমিয়ার লিগ টি-২০ খেলায় শুধু সাকিব আল আসান ও লিটন কুমার দাস চারদিনের এই লিগে খেলবেন না।

নভেম্বরে ভারত সফর থাকায় টি-২০ দলের ক্রিকেটাররা দুই রাউন্ড পরই জাতীয় দলের ক্যাম্পে যোগ দেবেন। সেখানে টেস্ট ক্রিকেটাররা খেলবে তিন রাউন্ড পর্যন্ত। কারণ ভারত সফরে দুই ম্যাচের টেস্ট সিরিজ পরে হবে। এই লিগে অংশগ্রহণ করতে মঙ্গলবার ফিটনেস পরীক্ষা বিপ টেস্ট দেবেন দেশের প্রথম শ্রেণির ক্রিকেটাররা। বিপ টেস্টে ১১ স্কোর টার্গেট দেওয়া হয়েছে।

আরও পড়ুন

×