ঢাকা সোমবার, ০৭ জুলাই ২০২৫

করোনামুক্ত ট্রেনার লি

করোনামুক্ত ট্রেনার লি

ছবি: ফাইল

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২০ | ১২:০০ | আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০২০ | ০২:০৮

করোনাভাইরাসমুক্ত হয়েছেন জাতীয় ক্রিকেট দলের ইংলিশ ট্রেনার নিকোলাস লি। রোববার বিকেলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে পাঠানো এক বার্তায় জানানো হয়, লিসহ জাতীয় দলের চার কোচিং স্টাফ এবং এক খেলোয়াড় পরীক্ষার জন্য নমুনা দেন ১১ সেপ্টেম্বর।

গতকাল পাওয়া ফলাফলে পাঁচজনই নেগেটিভ এসেছেন। গত ৮ সেপ্টেম্বর নিকোলাস লি ও তরুণ ওপেনার সাইফ হাসানের করোনা আক্রান্তের খবর দিয়েছিল বিসিবি।

তবে লি করোনামুক্ত হলেও সাইফ হাসানের এখনও পরীক্ষা করানো হয়নি। বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী গতকাল বলেন, লির করোনা পরীক্ষা করানো হয়েছে। নেগেটিভ ফল এসেছে তার। তবে সাইফ হাসানের পরীক্ষা এখনও করানো হয়নি। তার শারীরিক অবস্থা আর একটু ভালো হওয়ার পর পরীক্ষা করানো হবে।

আরও পড়ুন

×