ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

জুভেন্টাসের আইসোলেশন ভেঙেছেন রোনালদো-দিবালা!

জুভেন্টাসের আইসোলেশন ভেঙেছেন রোনালদো-দিবালা!

ছবি: ফাইল

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৮ অক্টোবর ২০২০ | ০৬:১০

ক্লাবের দু'জন করোনায় আক্রান্ত হওয়ায় পুরো জুভেন্তাস টিম চলে যায় আইসোলেশনে। ইতালিয়ান ক্লাবটি সিদ্ধান্ত নেয় পুরো দলের করোনা পরীক্ষার। কভিড-১৯ টেস্ট করা হয় ক্রিশ্চিয়ানো রোনালদো-পাওলো দিবালাদের। কিন্তু টেস্টের ফলের আগেই ক্লাব ছেড়ে জাতীয় দলের দায়িত্বে চলে যান রোনালদোরা।

তাই জুভেন্তাসের আইসোলেশন ভাঙার অভিযোগে অভিযুক্ত হতে যাচ্ছেন রোনালদো-দিবালাসহ জুভেন্তাসের আরও কয়েকজন ফুটবলার। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে পারে বলে বুধবার জানিয়েছে ইতালিয়ান স্বাস্থ্য অধিদপ্তর।

প্রীতি ফুটবল ম্যাচে বুধবার রাতে লিজবনে স্পেনের মুখোমুখি হয় রোনালদোর পর্তুগাল। আর লাতিন আমেরিকা অঞ্চলে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ আজ থেকে। এসব ম্যাচ খেলার জন্য জুভেন্তাসের রোনালদো, পাওলো দিবালা, হুয়ান কুয়াদ্রাদো, দানিলো এবং রদ্রিগোসহ দক্ষিণ আমেরিকার আরও কয়েকজন ফুটবলার করোনা টেস্টের রেজাল্টের জন্য অপেক্ষা না করে টিম হোটেল ছেড়ে জাতীয় দলে যোগ দেন।

'ক্লাব আমাদের জানিয়েছে যে, আইসোলেশনে থাকা অবস্থায় কয়েকজন ফুটবলার হোটেল ছেড়ে চলে গেছেন। ব্যাপারটি আমরা ইতালিয়ান লিগ কর্তৃপক্ষকে জানিয়েছি। সামনে কী হবে, তা সময়ই বলে দেবে'- বলেন স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক রবার্তো টেস্টি।


আরও পড়ুন

×