ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

দর্শক নিয়ে শুরু নতুন চ্যাম্পিয়ন্স লিগ

দর্শক নিয়ে শুরু নতুন চ্যাম্পিয়ন্স লিগ

চ্যাম্পিয়নস লিগ শুরুর আগে মেসি-পিকেদের অনুশীলন। ছবি: বার্সার ফেসবুক পেজ থেকে নেওয়া

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৯ অক্টোবর ২০২০ | ১২:০০ | আপডেট: ২০ অক্টোবর ২০২০ | ০০:৫৫

করোনাকালে চ্যাম্পিয়ন্স লিগের গত আসরটি নিয়ে কিছুটা বেকায়দা পড়ে গিয়েছিল উয়েফা। প্রায় সাড়ে চার মাস বিরতির পর শেষ পর্যন্ত পর্তুগালের রাজধানী লিসবনে কোনো রকমে আসরটি শেষ করেছিল আয়োজকরা। করোনা এখনও নির্মূল হয়নি। ইউরোপের অধিকাংশ দেশে 'সেকেন্ড ওয়েভ' আঘাত হেনেছে। তবে এই মহামারিতে কীভাবে খেলা আয়োজন করতে হয়, সেটা শিখে গেছে ইউরোপিয়ানরা। তাই তো করোনাকালীন সময়েও হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিতে এবং গ্যালারিতে ৩০ শতাংশ দর্শক নিয়ে আজ থেকে শুরু হচ্ছে চ্যাম্পিয়ন্স লিগের নতুন আসর। আর প্রথম দিনেই মাঠে নামছে বার্সেলোনা, জুভেন্তাস, ম্যানচেস্টার ইউনাইটেড, পিএসজি, চেলসির মতো জায়ান্টরা।

পিএসজি-ম্যানইউ হাইভোল্টেজ ম্যাচ

চ্যাম্পিয়ন্স লিগের প্রথম দিনে আট ম্যাচের মধ্যে ফুটবলপ্রেমীদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকবে এই ম্যাচটি। ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে পিএসজির পুরোনো শত্রুতার জন্যই সবার এত আগ্রহ। গত আসরে পিএসজি টুর্নামেন্টের ফাইনাল খেললেও আগেরবার প্যারিসের এই দলটিকে বিদায় করেছিল কিন্তু ম্যানইউ। এবার সে লড়াইয়ে যুক্ত হয়েছে নতুন আবেগ। সাত বছর পিএসজিতে কাটানোর পর ক'দিন আগে ম্যানইউতে যোগ দিয়েছেন এডিনসন কাভানি।

উরুগুয়ের এই স্ট্রাইকার যে এখনও ফুরিয়ে যাননি, সেটা প্রমাণের ম্যাচ আজ। সাবেক ক্লাবের বিপক্ষে মাঠে নামার প্রস্তুতি নিতে তিনি ম্যানইউর সঙ্গে অনুশীলনও করেছেন। ওলে গানার সোলশায়েরকে নিশ্চিতভাবে পিএসজির দুর্বলতাগুলো ধরিয়ে দিতেও সহায়তা করেছেন তিনি। তবে ম্যাচটা ম্যানইউর জন্য মোটেও সহজ হবে না। আন্তর্জাতিক বিরতির পর লিগের ম্যাচের বিশ্রামে থাকলেও আজ ফিরছেন ব্রাজিলিয়ান তারকা নেইমার। তার সঙ্গে থাকবেন এমবাপ্পে। এ জুটিতে থামানোই বড় চ্যালেঞ্জ হবে ম্যানইউর।

রোনালদোকে ছাড়া নামছে জুভেন্তাস

ডায়নামো কিয়েভের মাঠে চ্যাম্পিয়ন্স লিগ যাত্রা শুরু করবেন জুভেন্তাস বস আন্দ্রে পিরলো। আর প্রথম ম্যাচেই তিনি মুখোমুখি হচ্ছেন সাবেক গুরু মিরকা লেসেস্কুর। ইতালিয়ান লিজেন্ড পিরলো ২৫ বছর আগে লেসেস্কুর অধীনে ব্রেসিয়ায় সিরি-এ শুরু করেছিলেন। এরপর ১৯৯৮ সালে ইন্টার মিলানেও রোমানিয়ান এই কোচের অধীনে খেলেছিলেন পিরলো। তবে এই লড়াইয়ে নিজের প্রধান সৈনিক ক্রিশ্চিয়ানো রোনালদোকে পাচ্ছেন না তিনি।

করোনা আক্রান্ত হওয়ায় এখন আইসোলেশনে আছেন পর্তুগিজ সুপারস্টার। গত আসরে শেষ ষোলো থেকে ফরাসি ক্লাব লিঁওর কাছে হেরে বিদায় নিয়েছিল জুভরা। এ হারের জের ধরেই মাউরিজিও সারিকে ছাঁটাই করে পিরলোকে দায়িত্ব দেয় জুভেন্তাস। তুরিনের এই ক্লাবটি টানা নবম সিরি-এ জিতলেও চ্যাম্পিয়ন্স লিগে সাফল্য পাচ্ছে না। বিশ্বকাপ ও দুটি চ্যাম্পিয়ন্স লিগ জয়ী এই কিংবদন্তি কি পারবেন সেই আক্ষেপ ঘোচাতে!

বার্সার হয়ে মেসির শেষ চ্যাম্পিয়ন্স লিগ!

ঠিক ৬৬ দিন আগে লিসবনে বায়ার্ন মিউনিখের কাছে ৮-২ গোলের লজ্জায় ডুবেছিল বার্সেলোনা। প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগ খেলতে আসা হাঙ্গেরির ক্লাব ফেরেঙ্কভারোসের বিপক্ষে সে ধাক্কা কাটানোর মিশনে নামবে আজ বার্সা। এ সময়ের মধ্যে অবশ্য অনেক নাটক হয়ে গেছে। কাতালান জায়ান্টদের প্রাণভোমরা লিওনেল মেসি ক্লাব ছাড়ার জন্য মরিয়া চেষ্টা করেও শেষ পর্যন্ত থেকে যান ন্যু ক্যাম্পে।

তবে বার্সায় কিছু পরিবর্তন এসেছে। সুয়ারেজ, রাকিটিচ, ভিদালসহ কয়েকজন দল ছেড়েছেন। কোচ কিকে সেতিয়েনকে বিদায় করে আনা হয়েছে রোনাল্ড কোম্যানকে। আইনি জটিলতার মারপ্যাঁচে মেসি এবার থেকে গেলেও আগামী মৌসুমে নাকি তাকে আর রাখা যাবে না। তাই যদি হয়, তাহলে এটাই হতে যাচ্ছে বার্সায় মেসির শেষ চ্যাম্পিয়ন্স লিগ। মেসি কি পারবেন শেষটা রাঙাতে! গত শনিবার লা লিগায় গেতাফের কাছে ১-০ গোলের হারের টাটকা স্মৃতি নিয়ে আজ তারা নামবে চ্যাম্পিয়ন্স লিগে।

আরও পড়ুন

×