হায়দরাবাদে দুলছে বাকিদের ভাগ্যও

অনলাইন ডেস্ক
প্রকাশ: ০২ নভেম্বর ২০২০ | ২২:৫১
১৩ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে সানরাইজার্স হায়দরাবাদের অবস্থান এখন পাঁচ নম্বরে। তবে নেট রানরেট ভালো থাকায় ওয়ার্নারদের সামনে চারের মধ্যে থাকার ভালো সুযোগ আছে। আজ মুম্বাইকে হারাতে পারলে সানরাইজার্সের পয়েন্ট দাঁড়াবে ১৪; যা কলকাতা নাইট রাইডার্সেরও আছে। তবে কেকেআরের -০.২১৪'র তুলনায় রানরেট ০.৫৫৫ হওয়ায় ওপরে উঠে যাবে সানরাইজার্স। চতুর্থ দল হিসেবে কোয়ালিফাই তখন সহজ হয়ে যাবে। তবে হেরে গেলে বাদ পড়ে যাবেন ওয়ার্নাররা।
দিল্লি-বেঙ্গালুরুর সহজ সমীকরণ
গতরাতে নিজেদের শেষ ম্যাচে মুখোমুখি হয়েছে দিল্লি ক্যাপিটালস ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। টুর্নামেন্টের অনেকটা সময় পয়েন্ট টেবিলের ওপরের দিকে থাকা দিল্লি সর্বশেষ তিনটি ম্যাচে হেরে কিছুটা বেকায়দায় পড়ে গেছে। তবে গতকাল পযন্ত প্লে-অফ সম্ভাবনা তাদের নিজেদের হাতেই ছিল। বেঙ্গালুরুকে হারিয়ে থাকলে ১৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থান নিশ্চিত হয়ে গেছে তাদের। আর যদি হেরে যায়, তাহলে প্লে-অফ খেলতে হলে দুটি ঘটনার যে কোনো একটি হতে হবে। হয়তো মুম্বাইয়ের কাছে হেরে সানরাইজার্স বাদ পড়ে যেতে হবে, অথবা রানরেট কেকেআরের বেশি থাকতে হবে। শেষ ম্যাচের আগে কেকেআরের তুলনায় দিল্লির রানরেট কিছুটা ভালো ছিল; যা -০.১৫৯। বড় ব্যবধানে না হারলে ১৪ পয়েন্টের সঙ্গে ভালো রানরেটই তাদের প্লে-অফে তুলে দেবে।
একই সমীকরণ বেঙ্গালুরুর ক্ষেত্রেও প্রযোজ্য। দিল্লিকে হারিয়ে থাকলে সরাসরিই দ্বিতীয় স্থান নিশ্চিত হয়ে গেছে বিরাট কোহলিদের। কিন্তু হেরে গেলে সানরাইজার্সের হার অথবা কেকেআরের তুলনায় রানরেট ভালো থাকতে হবে। ১৩ ম্যাচ শেষে -০.১৪৫ রানরেট ছিল বেঙ্গালুরুর।
অপেক্ষায় কলকাতা
নিজেদের শেষ ম্যাচে রাজস্থান রয়্যালসের বিপক্ষে ৬০ রানের বিশাল জয় তুলে ১৪ পয়েন্টে লিগ পর্ব শেষ করেছে কলকাতা নাইট রাইডার্স। টেবিলে অবস্থান তাদের চতুর্থ। ইয়ন মরগানদের প্লে-অফ খেলার সম্ভাবনা টিকে আছে অন্যদের ওপর। এর মধ্যে সরল সমীকরণ হচ্ছে- আজ মুম্বাইয়ের কাছে সানরাইজার্সের হার। সেক্ষেত্রে সেরা চারের মধ্যেই থেকে যাবে কেকেআর। আর সানরাইজার্স যদি জিতে যায়, তখন আসবে রানরেটের সমীকরণ। যা গতরাতে দিল্লি-বেঙ্গালুরু ম্যাচে নিশ্চিত হয়ে গেছে। দিল্লি-বেঙ্গালুরুর মধ্যে যে দল হেরেছে, তাদের রানরেট যদি -০.২১৪'র নিচে নেমে যায়, তাহলে হায়দরাবাদ জিতলেও প্লে-অফ খেলতে সমস্যা হবে না কলকাতার। এ ছাড়া কলকাতা আর দিল্লি-বেঙ্গালুরুর পরাজিত দলের রানরেট যদি কাকতালীয়ভাবে সমান হয়ে যায়, তখন দেখা হবে বেশি উইকেট নিতে পেরেছে কোন দল। যেখানে অবশ্য কলকাতাই পিছিয়ে।
- বিষয় :
- সানরাইজার্স
- হায়দরাবাদ