ঢাকা সোমবার, ০৭ জুলাই ২০২৫

জয় বঞ্চিত আর্জেন্টিনা, আঙুল ব্রাজিলিয়ান রেফারির দিকে

জয় বঞ্চিত আর্জেন্টিনা, আঙুল ব্রাজিলিয়ান রেফারির দিকে

ছবি: গোল

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৩ নভেম্বর ২০২০ | ০১:৫৯ | আপডেট: ১৩ নভেম্বর ২০২০ | ০২:০৫

ল্যাটিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বে প্যারাগুয়ের বিপক্ষে টানা তৃতীয় জয়টা উদযাপন করেই ফেলেছিল আর্জেন্টিনা। ঘরের মাঠে পিছিয়ে পড়ে সমতায় ফেরা আলবেসেলেস্তেদের জয় এনে দিতে গোল করেন মেসি। কিন্তু ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির (ভিএআর) সহায়তায় গোলটা বাতিল করে দেন ব্রাজিলিয়ান রেফারি। প্যারাগুয়ে তাই ১-১ গোলের সমতা নিয়ে মাঠ ছেড়েছে।

শুক্রবার বাংলাদেশ সময় ভোরের ম্যাচে ওই গোল বাতিল হওয়ায় ক্ষুব্ধ মেসিদের জাতীয় দলের কোচ লিওনেল স্কালোনি। তিনি ভিএআরের ভালো-খারাপ নিয়ে কথা বলতে চান না। তবে ভিএআরের সিদ্ধান্তে যেন ধারাবাহিকতা থাকে সেটা দেখতে চান। অর্থাৎ একটা ম্যাচে যে কারণে গোল বাতিল করা হচ্ছে, পরের ম্যাচে যেন একই কারণে গোল দেওয়া না হয়।

প্যারাগুয়ে ম্যাচের ২১ মিনিটে পেনাল্টি থেকে গোল করে এগিয়ে যায়। এরপরই গোল শোধ দিতে মরিয়া হয়ে ওঠে আলবেসেলেস্তেরা। প্রথমার্ধের ৪১ মিনিটে গঞ্জালেস গোল করে দলকে সমতায় ফেরান। এরপর দ্বিতীয়ার্ধে জালে বল পাঠিয়ে দলকে এগিয়ে নেন মেসি। কিন্তু ভিএআর চেক করে রেফারি সিদ্ধান্ত দেন পাসিংয়ের সময় প্যারাগুয়ে ফুটবলারকে ফাউল করা হয়েছে।

স্কালোনি ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে এ নিয়ে বলেছেন, 'আমি মনে করি, ভিএআরের কোন না কোন দিক থেকে আরও ধারাবাহিক হওয়া উচিত। আমি ভালো কিংবা খারাপ ধারণা থেকে কিছু বলছি না, বলছি সিদ্ধান্তের ধারাবাহিকতার কথা।'

আর্জেন্টিনা কোচের মতে, ম্যাচের শুরুতে সেরা ছন্দে ছিল না তার দল। কিন্তু গোল খাওয়ার পরে ম্যাচে ফিরতে মরিয়ে হয়ে ওঠেন মেসিরা। তারা জিততে সর্বোচ্চ চেষ্টা করেছে। জাতীয় দলের ফুটবলাররা দীর্ঘ দিন পরে এক জায়গায় হন। কম্বিনেশন নিয়ে, ছক নিয়ে তাই তাদের একটু অসুবিধা হয়। শুরুতে যে কারণে সমন্বয় করতে একটু অসুবিধা হয়েছে বলে উল্লেখ করেন আর্জেন্টিনার হয়ে গোল করা গঞ্জালেস।

আরও পড়ুন

×