ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

ফ্লাইট মিস আফ্রিদির, মিস এলপিএলের শুরুটাও

ফ্লাইট মিস আফ্রিদির, মিস এলপিএলের শুরুটাও

ছবি: ফাইল

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৩ নভেম্বর ২০২০ | ০৮:৩৮

সোমবার কলম্বোর বিমান ধরার কথা ছিল গল গ্লাডিয়েটরসের অধিনায়ক শহিদ আফ্রিদির। কিন্তু সাবেক পাকিস্তান অধিনায়ক মিস করেছেন ফ্লাইট। তিনি তাই লংকান প্রিমিয়ার লিগের (এলপিএল) শুরুর অন্তত দুটি ম্যাচ মিস করবেন।

টুইট করে সাবেক পাকিস্তান ক্রিকেটার তার ফ্লাইট মিস করার কথা নিশ্চিত করেছেন। দ্রুতই এলপিএলে যোগ দেওয়ার আশাও ব্যক্ত করেছেন তিনি। আগামী বুধবার ফ্লাইট ধরে কলম্বো যেতে পারেন ডানহাতি স্পিন অলরাউন্ডার। সেখানে তাকে থাকতে হবে তিনদিনের আইসোলেটেড কোয়ারেন্টাইনে। এরপর শিথিল কোয়ারেন্টাইনে।

সেই হিসেবে শুরুর অন্তত দুটি ম্যাচে মাঠে নামা হবে না টি-২০ ক্রিকেট মাতানো আফ্রিদির। গল গ্লাডিয়েটরসও আফ্রিদিতে শুরুর অন্তত দুটি ম্যাচে না পাওয়ার কথা জানিয়েছে। শুরুতে আফ্রিদিকে না পাওয়া গলের জন্য একটা ধাক্কা। কারণ এর আগে দলকে নেতৃত্ব দেওয়ার কথা ছিল লাসিথ মালিঙ্গার। কিন্তু ভালো প্রস্তুতি নেই জানিয়ে তিনি টুর্নামেন্ট থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন।

তার জায়গায় পাকিস্তানের সাবেক অধিনায়ক সরফরাজ আহমেদের নেতৃত্ব দেওয়ার কথা শোনা গিয়েছিল। কিন্তু সরফরাজও যোগ দিতে পারছেন না এলপিএলে। কারণ নিউজিল্যান্ড সফরের দলে ডাক পেয়েছেন তিনি। আফ্রিদিকে তাই দেওয়া হয়েছিল দায়িত্ব। কিন্তু তিনিও সময় মতো দলে যোগ দিতে না পারায় ভানুকা রাজাপাকশে নেতৃত্ব দেবেন দলকে।

আগামী ২৬ নভেম্বর হাম্বানতোতায় শুরু হবে এলপিএল। দ্বিতীয় দিন নিজেদের প্রথম ম্যাচ খেলবে গল গ্লাডিয়েটরস। তাদের প্রথম ম্যাচের প্রতিপক্ষ জাফানা স্টালিয়ন। পরদিন তারা নিজেদের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে কলম্বো কিংসের। এলপিএল শেষে শ্রীলংকা তাদের আন্তর্জাতিক ক্রিকেটের যাত্রা শুরু করবে।

আরও পড়ুন

×