ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

'সবকিছুতেই আমার দোষ', মুখ খুললেন গ্রিজম্যান

'সবকিছুতেই আমার দোষ', মুখ খুললেন গ্রিজম্যান

বার্সেলোনার ফ্রান্স ফরোয়ার্ড অ্যান্তোনিও গ্রিজম্যান। ছবি: গোল

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৪ নভেম্বর ২০২০ | ০২:১৮

অ্যান্তোনিও গ্রিজম্যান বার্সেলোনায় আসার পরে নিজের সেরা ছন্দ দেখাতে পারেননি। বার্সেলোনাও ভালো করতে পারেনি এই দেড় বছরে। তার জন্য সমালোচনা শুনতে হয়েছে ফ্রান্সের বিশ্বকাপ জয়ী তারকার। কিন্তু আঙুল বেশি তোলা হয়েছে গ্রিজুর দিকে। বিষয়টি এমন, 'সব পাখি মাছ খায়, মাছরাঙার দোষ হয়।'

নিজের পারফরম্যান্স নিয়ে, বার্সার সংকট নিয়ে তাই মুখ খুলেছেন গ্রিজম্যান, 'আমার বিরুদ্ধে যত অভিযোগ, আমি মাথা পেতে নিচ্ছি। কারণ আমরা সেরা গ্রিজম্যানকে কাতালান জার্সিতে দেখতে পাইনি। কিন্তু আমি এটাও বুঝি, যখনই কিছু হয়, প্রথম আঙুল তোলা হয় আমার দিকে।'

অ্যাথলেটিকো মাদ্রিদে দারুণ ছন্দে থাকায় ১২০ মিলিয়ন ইউরোয় বার্সেলোনা দলে ভেড়ায় ফ্রান্সের বিশ্বকাপ জয়ের অন্যতম নায়ক অ্যান্তোনিও গ্রিজম্যানকে। অ্যাথলেটিকোর হয়ে ১৩৩ গোল করা সেই ফর্ম ক্যাম্প ন্যুতে দেখাতে পারেননি তিনি।

ব্যর্থতার পক্ষে যুক্তিও আছে সব মিলিয়ে কাতালান জার্সিতে ৫৮ ম্যাচে ১৭ গোল করা গ্রিজম্যানের, 'এই দেড় বছরে বার্সায় তিনজন কোচের অধীনে আমাকে খেলতে হয়েছে। কাজটা সহজ ছিল না। আমার সতীর্থদের সঙ্গে মানিয়ে নেওয়ার বিষয় আছে। তাদেরও আমার সঙ্গে সমন্বয় করতে হবে। কোচিং দর্শন বদলানোর বিষয় তো আছেই।'

এর বাইরেও অনেক কিছুর মুখোমুখি হতে হচ্ছে পাঁচ মৌসুম ডিয়াগো সিমিওনের অধীনে খেলা গ্রিজম্যানের। যেমন-বার্সার প্রেসিডেন্ট প্রার্থীরা গ্রিজম্যানকে কেনা ঠিক নাকি ভুল হয়েছে তার বাছ-বিচার করছেন। ফ্রান্সম্যানের ভাষ্যে, এটা শুনতে তার ভালো লাগার কথা নয়। অ্যাথলেটিকো মাদ্রিদের পরিবেশ তিনি ক্যাম্প ন্যুতে মিস করছেন বলেও জানিয়েছেন। গ্রিজম্যানের মতে, লা রোজা সতীর্থরা হারের পরও এক সঙ্গে খাওয়ার জন্য যেতেন।

সাবেক রিয়াল মাদ্রিদ তারকা ভালদানোর সঙ্গে তার অনুষ্ঠান 'ইউনির্ভাসো ভালদানোতে' এসব কথা বলেছেন গ্রিজম্যান। এছাড়া মেসির সঙ্গে তার সম্পর্ক নিয়েও কথা বলেছেন। ক্যাম্প ন্যুতে যোগ দিয়ে গ্রিজু প্রথম দলের সেরা তারকা লিওনেল মেসির সঙ্গেই কথা বলেন। কিন্তু মেসি তার ওপর বিশেষ একটা কারণে রাগ দেখিয়েছিলেন। সেই কথাও ভালভাদোকে জানিয়েছেন ফ্রান্সের হয়ে বিশ্বকাপ ও ইউরোর ফাইনালে খেলা গ্রিজম্যান।

আরও পড়ুন

×