ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

২০২৩ বিশ্বকাপ খেলার ইচ্ছা টেলরের

২০২৩ বিশ্বকাপ খেলার ইচ্ছা টেলরের

কিউই মিডল অর্ডার ব্যাটসম্যান রস টেইলর। ছবি: ডেইলি এক্সপ্রেস

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৪ নভেম্বর ২০২০ | ০৭:২১

দেখতে দেখতে বয়সটা ৩৬ হয়ে গেল। ২২ গজের বয়সও কিন্তু কম নয়। সেই ২০০৬ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হয় তার ক্রিকেটযুদ্ধ। আজ বা কাল তো বিদায় বলতেই হবে। রস টেলর অবশ্য এখনই ইতি টানতে চান না।

আরেকটা বিশ্বকাপ খেলার বড্ড ইচ্ছা তার। বললেন, সবকিছু ঠিক থাকলে ২০২৩ বিশ্বকাপেও ব্যাট হাতে চমক দেখাতে চান।

তবে বিশ্বকাপ খেলার স্বপ্ন দেখলেও সেই স্বপ্ন যে সত্যি হবে, তাও নিশ্চিত নয়। যেমনটা বলেছেন টেলর, 'স্বল্প ও দীর্ঘমেয়াদি লক্ষ্য সবারই আছে এবং ওয়ানডে বিশ্বকাপ অবশ্যই আমার রাডারে রয়েছে। এর মানে এটা নয় যে, আমি সেখানে খেলতেই পারব, তবে এটা অবশ্যই আমার লক্ষ্যের একটি।'

করোনার কারণে পিছিয়ে গেল বিশ্বকাপের পূর্বনির্ধারিত সময়। নতুন সূচি অনুযায়ী ২০২৩ সালের অক্টোবর-নভেম্বরে হবে। লম্বা এই সময়টা টেলরের কাছে পাড়ি দেওয়াই এখন চ্যালেঞ্জ মনে হচ্ছে, 'লম্বা একটি পথ হতে চলেছে। সবচেয়ে ভালো সময় ছিল ফেব্রুয়ারি ও মার্চে। কিন্তু এখন বিশ্বকাপ ২০২৩ সালের অক্টোবর-নভেম্বরে পেছানো হয়েছে। প্রায় আরও ছয় বা সাত মাসের অপেক্ষা।'

এদিকে দারুণ এক রেকর্ডের সামনে দাঁড়িয়ে টেলর। আর পাঁচ ম্যাচ খেললেই তিনি হবেন নিউজিল্যান্ডের হয়ে সবচেয়ে বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলার মালিক।

আরও পড়ুন

×