ম্যারাডোনার সম্মানে জ্বলছিল স্টেডিয়ামের বাতি

ম্যারাডোনার সম্মানে জ্বালিয়ে রাখা হয়েছিল স্টেডিয়ামের লাইট। ছবি: টিওআইসি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৬ নভেম্বর ২০২০ | ০৬:২৩ | আপডেট: ২৬ নভেম্বর ২০২০ | ০৭:২৩
রাতের একাকিত্ব ঘোচাতে আকাশে তারা জ্বলে। কিন্তু খেলা না থাকলে স্টেডিয়ামের একাকিত্ব কি ঘোঁচে? আলো কি জ্বলে? সচরাচর জ্বলে না। তবে বুধবার রাতে আর্জেন্টিনার বেশ কিছু বড় স্টেডিয়ামেই জ্বলেছিল আলো। দিয়েগো ম্যারাডোনার সম্মানে।
হয়তো বোঝানো হয়েছিল, এভাবেই উজ্জ্বল হয়ে থাকবেন ম্যারাডোনা। আর্জেন্টাইনদের মনে। ফুটবলের ঈশ্বর হয়ে। ম্যারাডোনার বিশ্ব ফুটবলে উত্থান আর্জেন্টিনোস জুনিয়র্স থেকে। এরপর খেলেছেন বোকা জুনিয়র্সে। ক্যারিয়ারের শেষ আবার খেলেছেন নিউওয়েলস ওল্ড বয়েস এবং বোকা জুনিয়র্সে।

প্রতিদ্বন্দ্বিতা করেছেন ইন্দিপেন্দিয়েন্তে, রেসিং এবং সান লরেঞ্জেরোর মতো ক্লাবের বিপক্ষে। তাই বলে সর্বকালের অন্যতম সেরা ফুটবলার ম্যারাডোনা তো শুধু বোকা কিংবা ওল্ড বয়েসের নন। তিনি সর্বজনিন। তাকে তাই বার্সেলোনা যেমন তেমনি রিয়াল মাদ্রিদ শেষ শ্রদ্ধা জানিয়েছে টুইট করে। পিএসজি-ম্যানইউ স্মরণ করেছে তাকে।
ম্যারাডোনার সম্মানে প্রথমে স্টেডিয়ামের আলো জ্বালিয়ে ভিন্নধর্মী শ্রদ্ধা জানায় ইতালির নাপোলসের ভক্তরা। ক্যারিয়ারে ম্যারাডোনা সেরা সময় কাটিয়েছেন নাপোলিতে। আর্জেন্টাইন ঈশ্বর নাপোলসের মানুষের কাছেও তাই ঈশ্বর। তারা তাই প্রথম সান পাওলোতে আলো জ্বালিয়ে রাখার উদ্যোগ নেয়।

এরপর আর্জেন্টাইন ক্লাবগুলোও একই কাজ করে। স্টেডিয়ামের আলো জ্বালিয়ে শেষ সম্মান জানান কিংবদন্তিকে। একে একে আর্জেন্টিনো জুনিয়র্স, বেলগ্রানো, কুইলমেস, ইন্সটিউটো, টেম্পারলি, সেন্ট্রাল করদোবা দে সান্তিয়াগো দেল স্তেরো, ইউনিয়ন, ভ্যালেজ, ফেররো, ব্যানফিল্ড, লস আন্দেস, রেসিং ডি করদোবা, চাকো ফর এভার, সারমিন্তো দে চাকো, ইন্দিপেন্দিয়েন্তে, জেনারেল পাজ জুনিয়র্স এবং বোকা জুনিয়র্স তাদের স্টেডিয়ামের আলো জ্বালিয়ে রাখে।