ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

সিরিজ বাঁচাতে পারলেন না কোহলি-রাহুল

সিরিজ বাঁচাতে পারলেন না কোহলি-রাহুল

আউটের হতাশা নিয়ে সাজঘরে ফিরছেন ভারতীয় অধিনায়ক কোহলি। ছবি: ইন্ডিয়া টুডে

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৯ নভেম্বর ২০২০ | ০৭:১৪

ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে অ্যারন ফিঞ্চ-স্টিভ স্মিথের অসাধারণ ব্যাটিংয়ে রান চাপায় পড়ে ভারত। ওপেনার শেখর ধাওয়ান ও লোয়ার অর্ডারে হার্ডিক পান্ডিয়া লড়াই করেও হার এড়াতে পারেননি। রোববার তিন ম্যাচের সিরিজের দ্বিতীয়টিতেও রান চাপায় পড়ে ভারত। তবে বিরাট কোহলি এবং কেএল রাহুলকে দলকে জয়ের আশা দেখিয়েছিল। শেষ পর্যন্ত ফল একই। সম্মানজনক হার ভারতের।

সিডনি ক্রিকেট গ্রাউন্ডে ভারত ৫১ রানের হারের সঙ্গে তাই তিন ম্যাচের ওয়ানডে সিরিজও হেরেছে। এখন তাদের ২ ডিসেম্বরের ম্যাচ দিয়ে হোয়াইটওয়াশ এড়ানোর লড়াইয়ের পালা। এর আগে প্রথম ম্যাচে ৩৭৫ রান তাড়া করতে নেমে ৬৬ রানে হেরেছিল ভারত।

দ্বিতীয় ওয়ানডে ম্যাচেও টস জিতে ব্যাটিং নেয় অজিরা। দুই ওপেনার ডেভিড ওয়ার্নার এবং অ্যারন ফিঞ্চ দারুণ শুরু করে। ফিঞ্চ ৬০ রানে এবং ওয়ার্নার ফিরে যান ৮৩ রান করে। দু'জনে গড়েন ১৪২ রানের জুটি। এরপর তিনে ব্যাটিং করা স্টিভ স্মিথ তুলে নেন টানা দ্বিতীয় সেঞ্চুরি। প্রথম ম্যাচে ১০৫ রানের পর দ্বিতীয় ম্যাচে খেলেন ১০৪ রানের ইনিংস।

এছাড়া মার্নাস লাবুশানের ৭০ এবং গ্লেন ম্যাক্সওয়েলের ২৯ বলে ৪৫ রানের ঝড়ে রানটা চারশ' ছুঁইছুঁই হয়ে যায় স্বাগতিকদের। জবাব দিতে নেমে ভারতও ভালোই শুরু করে। কিন্তু অজিদের সঙ্গে পাল্লা দিয়ে রান তুলতে পারেনি। দুই ওপেনার মায়াঙ্ক আগারওয়াল ও শেখর ধাওয়ান সেট হয়ে যথাক্রমে ২৮ ও ৩০ রান করে ফিরে যান।

এরপর শ্রেয়াস আয়ার ফেরেন ৩৮ রান করে। তিনে নামা কোহলির সঙ্গে পাঁচে নামা কেএল রাহুল ধরেন দলের হাল। কোহলি খেলেন ৮৭ বলে সাত চার ও দুই ছয়ে ৮৯ রানের ইনিংস। রাহুলের ব্যাট থেকে আসে ৬৬ বলে পাঁচ ছক্কা ও চারটি চারে ৭৬ রানের ইনিংস। শেষ দিকে হার্ডিক পান্ডিয়া ২৮ ও রবিন্দ্র জাদেজা ২৪ রান করলেও জয় থেকে বেশ দূরেই থামে ভারত। তুলতে পারে ৯ উইকেটে ৩৩৮ রান।

আরও পড়ুন

×