জেমি ডে করোনা নেগেটিভ, যাবেন কাতার

ছবি: ফাইল
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ৩০ নভেম্বর ২০২০ | ১২:০৫ | আপডেট: ০১ ডিসেম্বর ২০২০ | ০১:৩৭
বাংলাদেশ জাতীয় ফুটবল দলের হেড কোচ জেমি ডে করোনা মুক্ত হয়েছেন। সোমবারের পাওয়া করোনা রিপোর্টে তিনি নেগেটিভ এসেছেন।
এখন তাই কাতারের বিপক্ষে বাংলাদেশের ম্যাচে তার ডাগ আউটে দাঁড়ানোর জোরালো সম্ভাবনা তৈরি হয়েছে। বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) জেমির করোনা নেগেটিভ হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে।
এছাড়া বাফুফের মিডিয়া বিভাগ থেকে জানিয়েছে, আগামী ২ ডিসেম্বর কাতারের দোহার উদ্দেশ্যে দেশ ছাড়বেন জেমি। সেখানে গিয়ে তাকে দিতে হবে করোনা পরীক্ষা। রিপোর্ট নেগেটিভ আসলেই তার ডাগ আউটে দাঁড়ানোর বিষয়টি বিবেচিত হবে।
কাতার ভ্রমণের পরে আছে কোয়ারেন্টাইনের শর্ত। বাংলাদেশ ফুটবল ফেডারেশন ওই শর্ত যাতে শিথিল করা হয় সেই চেষ্টা করছে। এর আগে নেপালের বিপক্ষে আন্তর্জাতিক দুই প্রীতি ম্যাচের প্রথমটিতে দলের ডাগআউটে ছিলেন জেমি ডে। কিন্তু দ্বিতীয় ম্যাচের আগে করোনা আক্রান্ত হন।
গত ১৫ নভেম্বর করোনা শনাক্ত হয় তার দেহে। ১৭ নভেম্বর নেপালের বিপক্ষে সমতা হওয়া ম্যাচে তিনি তাই দলের ডাগ আউটে থাকতে পারেননি। এরপর চারবার করোনা পরীক্ষা করানো হয়েছে তার। অবশেষে ১৫ দিন পরে পঞ্চম টেস্টে নেগেটিভ এসেছেন তিনি।