ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

র‌্যাঙ্কিংয়ে দুই ধাপ পেছাল বাংলাদেশ

র‌্যাঙ্কিংয়ে দুই ধাপ পেছাল বাংলাদেশ

ফাইল ছবি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২০ | ০৮:৪২ | আপডেট: ১০ ডিসেম্বর ২০২০ | ০৯:১১

বিশ্বকাপ বাছাইয়ে কাতারের কাছে বড় ব্যবধানে হেরে র‌্যাঙ্কিংয়ে দুই ধাপ পিছিয়েছে বাংলাদেশ। বৃহস্পতিবার সর্বশেষ ঘোষিত ফিফা র‌্যাঙ্কিংয়ে লাল-সবুজের দলটি অবস্থান ১৮৬তম।

গত নভেম্বরে ঢাকায় নেপালের বিপক্ষে দুটি প্রীতি ফুটবল ম্যাচের একটিতে জয় এবং আরেকটিতে ড্র করেছিল বাংলাদেশ। প্রীতি ম্যাচের সিরিজ জেতায় র‌্যাঙ্কিংয়েও উন্নতি হয়েছিল লাল-সবুজের দলটির। ১৮৭ নম্বর থেকে তিন ধাপ উন্নতিতে ১৮৪-তে উঠে যান জামাল ভূঁইয়ারা।

তবে র‌্যাঙ্কিংয়ের এই উন্নতি বেশিদিন ধরে রাখতে পারল না বাংলাদেশ। গত ৪ ডিসেম্বর বিশ্বকাপ বাছাইয়ে কাতারের কাছে ৫-০ গোলে হেরে যাওয়ায় র‌্যাঙ্কিংয়ে অবনমিত হয়েছে বাংলাদেশের।

বাংলাদেশকে হারানো কাতারের এক ধাপ উন্নতি হয়েছে র‌্যাঙ্কিংয়ে। ৫৯তম স্থান থেকে এশিয়ান চ্যাম্পিয়নদের বতর্মান পজিশন ৫৮তম।

র‌্যাঙ্কিংয়ে যথারীতি শীর্ষে রয়েছে বেলজিয়াম। এছাড়া সেরা দশেও কোনো পরিবর্তন হয়নি। ব্রাজিল তিন ও আর্জেন্টিনার অবস্থান সাত নম্বরে।

আরও পড়ুন

×