ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

বিয়ের আসরে স্ত্রীকে নিয়ে ক্রিকেট খেললেন বর!

বিয়ের আসরে স্ত্রীকে নিয়ে ক্রিকেট খেললেন বর!

কেকেআরের ইনস্টাগ্রামে দেওয়া ভিডিও থেকে নেওয়া ছবি।

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২০ | ০৫:০৩ | আপডেট: ১৩ ডিসেম্বর ২০২০ | ০৫:২১

সদ্য সমাপ্ত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) কলকাতা নাইট রাইডার্সের সেরা পারফরমার ছিলেন স্পিনার বরুণ চক্রবর্তী। সেই ধারাবাহিকতা বজায় রাখলেন বিয়ের আসরেও।

তার দীর্ঘদিনের বান্ধবী নেহা খেড়েকরের সঙ্গে সাত পাকে বাঁধা পড়েছেন কেকেআর স্পিনার বরুণ। বিয়ের আসরেই স্ত্রীর সঙ্গে খেলেছেন ক্রিকেট। বরুণের ক্রিকেট খেলার সেই ভিডিও আবার সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে পোস্ট করেছে কলকাতা নাইট রাইডার্স।

ভিডিওটিতে দেখা গেছে, কনের সঙ্গে ক্রিকেট খেলছেন ভারতীয় স্পিনার। বর বেশে বরুণ করছেন বল আর ব্যাট করছেন কনে।

করোনার নিয়ম  মেনে একেবারে ঘরোয়া অনুষ্ঠানের মধ্যে দিয়েই নতুন ইনিংস শুরু করেছেন তরুণ এই ভারতীয় স্পিনার। আর রিসিপশনের অনুষ্ঠানেই ক্রিকেটে মাতেন স্ত্রীর সঙ্গে। 

কেকেআরের পোস্ট করা ভিডিওতে দেখা গেছে, বরুণের ডেলিভারিতে যেখানে বাঘা বাঘা ব্যাটসম্যানরা ধরাশয়ী হয়েছেন সেখানে দিব্যি ব্যাটিং করছেন নেহা। যে স্পিনারের স্পিন রহস্য ভেদ করতে গিয়ে এবছর আইপিএলে রীতিমতো হিমশিম খেতে হয়েছে প্রতিপক্ষ ব্যাটসম্যানদের, তারই ডেলিভারি কিনা সহজে খেলে দিচ্ছেন নেহা।

তাদের বিয়ের সেই মজার কথাই সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছে কেকেআর। সঙ্গে নবদম্পতিকে জানিয়েছে অভিনন্দনও।

আরও পড়ুন

×